কলার লোভ দেখিয়ে শিশুকে কুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাডাপা জেলায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বছর তিনেকের শিশুটি বাবা-মায়ের সঙ্গে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বাড়ির সামনেই রাস্তাতে খেলছিল সে। কিছু ক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন শিশুটির বাবা-মা এবং আত্মীয়েরা। অনেক ক্ষণ খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা।
শিশুটির খোঁজে স্থানীয়েরা এলাকায় তল্লাশি চালাচ্ছিল। সেই সময় একটি ঝোপে তার দেহ পড়ে থাকতে দেখেন তারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তখন এক ব্যক্তিকে ওই শিশুটিকে নিয়ে যেতে দেখা যায়। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন স্থানীয়েরা। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকারই। তার পরই তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে প্রথমে গ্রেফতার করা হয়। তদন্তকারী এক আধিকারিকের দাবি, শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধর্ষণ এবং খুনের অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।