Advertisement
৩০ এপ্রিল ২০২৪

চাঁদ সওদাগরের ছোড়া ফুলের প্রত্যাশায় নেই, অহঙ্কারে বিরক্ত আমরা!

দুর্ভাগ্যজনক! আপনার আচরণ দেখে এই শব্দটাই উচ্চারণ করতে হচ্ছে।অবশ্য এই শব্দটা যদি আপনি উচ্চারণ করতেন আমাদের আগে, তা হলে আমাকে আর এই কথাটা লিখতে হত না।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ০২:২১
Share: Save:

দুর্ভাগ্যজনক!

আপনার আচরণ দেখে এই শব্দটাই উচ্চারণ করতে হচ্ছে।
অবশ্য এই শব্দটা যদি আপনি উচ্চারণ করতেন আমাদের আগে, তা হলে আমাকে আর এই কথাটা লিখতে হত না।
সলমন খান, আপনি বলতেই পারতেন, যা বলেছেন তা দুর্ভাগ্যজনক। ধর্ষিতা নারীর অনুভূতিকে আর পাঁচটা সাধারণ অনুভূতির সঙ্গে গুলিয়ে ফেললেন আপনি। পেশাদারিত্বের সংগ্রাম বোঝাতে গিয়ে ধর্ষিতা নারীকে উদাহরণ হিসেবে ব্যবহার করলেন। তাতে যে তুমুল বিতর্ক জন্ম নিল, তা থামানোর কোনও চেষ্টাই করলেন না। যেন গায়েই মাখছেন না। এক বারও বলতে পারলেন না, যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। বা নিদেনপক্ষে দুঃখজনক। জাতীয় মহিলা কমিশন বলল, সলমন খান ক্ষমা চান। বিধিবদ্ধ প্রতিষ্ঠানটির নির্দেশ তো আপনি মানলেনই না। বরং পাল্টা আইনি চিঠি পাঠিয়ে দিলেন মহিলা কমিশনের দফতরে। কমিশন এ বার তলব করল আপনাকে।
জানি না এই তলবকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন। যশ, খ্যাতি, অর্থ, প্রতিপত্তির বলে এই তলবকেও আপনি ফুৎকারে উড়িয়ে দেওয়ার কথা ভাবছেন কি না বলতে পারব না। যা স্পষ্ট করে বলতে পারব, তা হল, আপনার এই সীমাহীন ঔদ্ধত্য জঘন্য, নিন্দনীয়। শুরুতে বলেছিলাম দুর্ভাগ্যজনক। সচেতন ভাবেই এ বার আরও কঠোর শব্দ বেছে নিলাম।
সলমন খান দুঃখ প্রকাশ করলে বা ক্ষমা চাইলে বা নিজের কথা ফিরিয়ে নিলে, তবেই আমাদের মান-সম্মান বাঁচবে, এ যাত্রা উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এমনটা নয়। চাঁদ সওদাগরের ঢঙে তিনি নিতান্ত অনিচ্ছায়, অবশ্রদ্ধায় বাঁ হাতে একটা ফুল তুলে নেবেন আর তার পর চ্যাংমুড়ি কানির দিকে পিছন ফিরে ছুড়ে দেবেন, সেই ‘মাহেন্দ্রক্ষণের’ হাপিত্যেশ প্রতীক্ষায় রয়েছে গোটা ভারত, তেমনও নয়। ভারত আশ্চর্য হচ্ছে সলমনের ন্যূনতম বিচারবুদ্ধির অভাব দেখে।
সলমন, আপনি এবং আপনার মতো আরও কয়েকজন এ দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে অনুকরণীয়। আপনারা বহু মানুষের প্রেরণা, বহু তরুণ-তরুণীর জন্য আপনারা মুগ্ধতা, বহু লক্ষ-কোটির কাছে আপনারা অতিমানবসুলভ। আপনাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রকাশভঙ্গি, প্রতিটি উচ্চারণ তাই বৃহত্তর তাৎপর্যের। যদি ধরেও নিই অসতর্কতা বশে বলেছেন, তা হলেও বলব, এমন অসংবেদনশীল অসতর্কতা আপনার থেকে কাম্য নয়। তা সত্ত্বেও ভুল যদি হয়েই থাকে, শুধরে নেওয়া যায় না? ক্ষমা চেয়ে নেওয়া যায় না? জাতীয় মহিলা কমিশনের মতো সংস্থা আপনাকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছে। তাও আপনি মচকাতে নারাজ!
আইন ভাঙার অভিযোগ, অবৈধ কার্যকলাপের অভিযোগ আপনার বিরুদ্ধে এই প্রথম অবশ্য নয়। তাও আপনি অবিচলিত।
ত্রুটি মেনে নিলে কেউ লোকচক্ষে ছোট হয়ে যায় না সলমন। কিন্তু অসীম অহং উচ্চতার শিখর থেকে মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anjan bandyopadhyay salman khan rape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE