প্রচণ্ড গরমে তাপপ্রবাহ চলছে রাজস্থানের বিভিন্ন এলাকায়। রাজ্যের একাধিক এলাকায় ক্রমশ প্রকট হচ্ছে জলাভাব। শুকিয়ে যাচ্ছে পুকুর। জলস্তর নেমে যাওয়ায় ঝাঁকে ঝাঁকে মরছে মাছ। রাজস্থানের জোধপুরের সয়লা গ্রামের এই ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের। রাজ্যে বর্ষা ঢুকতে এখনও কিছুটা দেরি। গ্রামবাসীদের আশঙ্কা, তার আগে এমন পরিস্থিতি চললে এলাকা জুড়ে জলাভাব তীব্র হয়ে উঠবে।
বিষয়টি প্রথম নজরে আসে সয়লা এলাকার এক সরকারি আধিকারিকের। তিনি দেখতে পান, পুকুরে জল না থাকায় ঝাঁকে ঝাঁকে মাছ মরে ভেসে উঠছে। বৃষ্টি না হওয়ায় পুকুরের জলস্তর নেমে গিয়েছে অনেকটা। আর জল না পেয়ে মারা যাচ্ছে মাছ। মাছ বাঁচাতে এখন জল কিনে পুকুরে ফেলছেন গ্রামবাসীরা। চাঁদা তুলে আনা হয়েছে ওয়াটার ট্যাঙ্ক। মাছ বাঁচাতে সেই জলই পুকুরে ঢেলে দেওয়া হচ্ছে।