Advertisement
২০ এপ্রিল ২০২৪
Radio

মৎস্যজীবীদের জন্য এফএম রেডিয়ো স্টেশন চালু করলেন আর এক মৎস্যজীবী

ম্যানেজার গায়েত্রী ছাড়া বাকি ১২ জনই হয় মৎস্যজীবী অথবা তাঁদের পরিবারের লোক। তাঁরাই পার্ট টাইম কর্মী হিসাবে কাজ করেন কাদাল ওসাই রেডিয়ো স্টেশনে।

টুইটার থেকে নেওয়া ছবি।

টুইটার থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৯:৩৯
Share: Save:

গোটা দেশে এমন উদ্যোগ এই প্রথম, যেখানে মৎস্যজীবীদের জন্যই একটি এফ এম স্টেশন তৈরি হল। তামিলনাড়ুর রামনাথপুরম জেলার পামবন শহরে চালু হয়েছে ‘কাদাল ওসাই এফ ৯০.৪’। এই স্টেশন থেকে সমুদ্র এমনকি করোনা সংক্রান্ত যে সব তথ্য দেওয়া হয় তার বেশির ভাগই মৎস্যজীবীদের কথা মাথায় রেখে। এমনকি মৎস্যজীবী মহিলা-পুরুষদের গাওয়া লোকসঙ্গীতও সম্প্রচার করা হয় কাদাল ওসাই-তে। সঙ্গে অবশ্য সিনেমার গানও থাকে।

পামবনের মৎস্যজীবী আর্মস্ট্রং ফার্নান্ডোর উদ্যোগে এই এফএম রেডিয়ো স্টেশন তৈরি হয়েছে। ছোটবেলা থেকেই আর্মস্ট্রংয়ের রেডিয়োর প্রতি আকর্ষণ। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা আর্মস্ট্রং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। বেশি করে সেই সব জায়গায় যেতেন, যেখানে কৃষকদের জন্য কমিউনিটি রেডিয়ো গড়ে উঠেছিল। পরে তিনি নিজেই মৎস্যজীবীদের জন্য একটি কমিউনিটি রেডিয়ো চালু করার পরিকল্পনা করেন।

আর্মস্ট্রং জানিয়েছেন, ‘পামবনে ৮০ শতাংশ মানুষই মৎস্যজীবী। সামনেই শ্রীলঙ্কার জলসীমা থাকায় কিছু বিধি-নিষেধ মেনে চলতে হয় মৎস্যজীবীদের। তাই অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান হলে মৎস্যজীবীদের উপকার হয়। সেই উদ্দেশ্যেই এই রেডিয়ো স্টেশনটি তৈরি করা হয়েছে। এখন এই রেডিয়োর রেঞ্জ ৫ থেকে ১০ কিলোমিটারের’।

আরও পড়ুন: যমজ বোন জন্মদিনে একই হাসপাতালে দুই মেয়ের জন্ম দিলেন

আরও পড়ুন: তিন জনকে বিয়ে করে গয়না নিয়ে চম্পট, প্রথম স্বামীর অভিযোগে গ্রেফতার মহিলা​

এই রেডিয়ো স্টেশন এখন পামবনের মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গিয়েছে। এই রেডিয়ো স্টেশনে এই মুহূর্তে ১৩ জন কাজ করেন। ম্যানেজার গায়েত্রী ছাড়া বাকি ১২ জনই হয় মৎস্যজীবী অথবা তাঁদের পরিবারের লোক। তাঁরাই পার্ট টাইম কর্মী হিসাবে কাজ করেন কাদাল ওসাই রেডিয়ো স্টেশনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Radio Tamil Nadu Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE