Advertisement
E-Paper

‘ভূতুড়ে ভোটার’ নিয়ে নালিশ ঠুকতে নির্বাচন কমিশনের ‘ফুল বেঞ্চের’ কাছে তৃণমূলের ১০, মঙ্গলবার বৈঠক হবে দিল্লিতে

প্রতিনিধিদলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার। রয়েছেন সাগরিকা ঘোষ, কীর্তি আজ়াদ, সাজদা আহমেদ, অসিতকুমার মাল, আবু তাহের খান, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১২:৫৭
EPIC TMC

জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন (বাঁ দিক থেকে), কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

‘ভূতুড়ে ভোটার’ নিয়ে অভিযোগ জানাতে এ বার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। কমিশনের তরফে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, আগামী মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কমিশনের ‘ফুল বেঞ্চের’ সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধিরা।

তৃণমূলের ওই প্রতিনিধিদলে থাকছেন মোট ১০ জন। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার। রয়েছেন সাগরিকা ঘোষ, কীর্তি আজ়াদ, সাজদা আহমেদ, অসিতকুমার মাল, আবু তাহের খান, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে। বস্তুত, ভুয়ো ভোটার বা ভূতুড়ে ভোটার নিয়ে গত কয়েক দিন ধরে রাজ্য রাজনীতি সরগরম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ভুয়ো ভোটার ধরতে কমিটি গঠন করেন। তার পর থেকে ‘ভূতুড়ে ভোটার’ ধরতে এলাকায় এলাকায় যাচ্ছেন তৃণমূল নেতারা। অন্য দিকে, তৃণমূলের তোলা একই এপিক নম্বরে একাধিক নাম সংক্রান্ত অভিযোগ স্বীকার করেছে নির্বাচন কমিশনও। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ত্রুটিপূর্ণ ভোটার কার্ডের ব্যাপারে তিন মাসের মধ্যে যথাযথ পদক্ষেপ করা হবে। তাতে সংশ্লিষ্ট ভোটারদের জাতীয় ইউনিক নম্বর দেবে কমিশন। আগামী দিনে দেশ জুড়ে নতুন ভোটারদের জন্য জাতীয় ইউনিক নম্বর চালু হবে।

অন্য দিকে, ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে অভিযোগ জানাতে গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসেরা। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের শাসকদল কোর কমিটির বৈঠকও করেছে। ফিরহাদ জানান, তাঁরা অভিযোগ করেছেন, ভিন্‌রাজ্যের ভোটারদের বাংলায় ‘ডবল এন্ট্রি’ করে ভোটার করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। অন্য দিকে, তৃণমূলের বিরুদ্ধে ভোটার তালিকা প্রভাবিত করার অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরাও।

এই বিতর্কের মাঝে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। ডেরেক জানিয়েছেন, তাঁরা কমিশনের কাছে সময় চেয়েছিলেন। কমিশন সময় দিয়েছে। মঙ্গলবার সাড়ে ৫টায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। বস্তুত, এপিক সংক্রান্ত বিষয় নিয়ে লোকসভা অধিবেশনও সরগরম হবে বলে মনে করা হচ্ছে। তার মাঝে তৃণমূল প্রথম রাজনৈতিক দল, যারা বিষয়টি নিয়ে আগেই কমিশনের দ্বারস্থ হচ্ছে।

TMC CEC Voter List EPIC Card
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy