মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে! এমন সন্দেহে এক যুবককে খুন করলেন এক মহিলা। শুধু ওই যুবক নয়, তাঁর মাকেও খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার কাজো গ্রামে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে অভিযুক্ত মহিলা শান্তি দেবী এবং তাঁর দুই পুত্র— সানি এবং শ্রবণ, সর্বজিৎ দিবাকর নামে এক যুবকের বাড়িতে চড়াও হয়েছিলেন। হাতে ছিল কুড়ুল। অভিযোগ, ওই কুড়ুল দিয়েই আক্রমণ করা হয় সর্বজিৎকে। সেই সময় ওই বাড়িতে ছিলেন তাঁর মা সঙ্গীতাও। তাঁর উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মা ও পুত্র দু’জনেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই শ্রবণকে আটক করেছে। তবে বাকি দুই অভিযুক্ত এখনও অধরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক শান্তি এবং তাঁর বড় পুত্র সানি।
কেন সর্বজিৎকে আক্রমণ করা হল? পুলিশ সূত্রে খবর, জেরায় শ্রবণ স্বীকার করেন তাঁর বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সর্বজিৎ। এই প্রেমের সম্পর্কে আপত্তি ছিল তাঁর মায়ের। বার বার বারণ করা সত্ত্বেও বোনকে আটকানো যায়নি। সেই কারণে সর্বজিৎকে ধমকাতে গিয়েছিলেন বলে পুলিশকে জানান শ্রবণ। তবে কথা কাটাকাটির সময়ই সর্বজিতের উপর হামলা চালানো হয়। আটকাতে এসে আহত হন তাঁর মা-ও।