একটি অটোর ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। দেহটি চাদর মোড়ানো অবস্থায় রাখা ছিল। শনিবার ঘটনাটি বেঙ্গালুরুর তিলকনগর এলাকায় ঘটেছে। গোটা ঘটনাটাই তদন্ত করে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতের নাম সালমা(৩৫)। কিছু দিন আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তাঁদের চারটি সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকাল ৪টে নাগাদ তিলকনগর এলাকায় একটি অটো দাঁড় করানো ছিল। স্থানীয়েরা লক্ষ্য করেন ওই অটোর ভিতরে চাদর মড়ানো অবস্থায় এক মহিলার দেহ রাখা আছে। এর পরেই তাঁরা পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সালমার মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তার পরেই চাদরে মুরে মৃতদেহটি ওই অটোর ভিতরে রাখা হয়েছে। পুলিশের ধারনা, সালমাকে তাঁর পরিচিত কেউ খুন করে, তাঁর মৃতদেহটি অটোর ভিতরে রেখে পালিয়ে গিয়েছেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে সালমাকে খুন করা হল তা তদন্ত করে দেখছে পুলিশ। পূর্বরাগবশত খুন না কি নেপথ্য রয়েছে অন্য কোনও কারণ, তা পুরোটাই খতিয়ে দেখছে তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।