উদ্ধব বাহিনী বনাম শিন্ডে শিবির সঙ্ঘাতের পারদ ক্রমশ চড়ছে। সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে শিবসেনার মুখ্য সচেতকের জারি করা হুইপ না মানার জেরে এ বার বিধায়ক পদ হারাতে পারেন উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য।
সোমবার আস্থাভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করেন নবনিযুক্ত মুখ্য সচেতক ভরত গোগালিয়া। শিন্ডে সরকারের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয় শিবসেনার বিধায়কদের। কিন্তু এই হুইপ মানেননি আদিত্য। তার জেরেই বিধায়ক পদ হারাতে পারেন বালাসাহেব-পৌত্র।