Advertisement
E-Paper

দিল্লিতে সবার আগে প্রার্থী ঘোষণা আপের

তালিকায় উল্লেখজনক নতুন মুখ— কালকাজি কেন্দ্রে অতীশি, তিমারপুরে দিলীপ পাণ্ডে ও রাজেন্দ্রনগরে রাঘব চড্ডা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০২:৫৪
ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

ভোট ৮ ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভার সব আসনে বিজেপি, কংগ্রেস বা বিএসপির আগে, প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন অরবিন্দ কেজরীবাল। প্রত্যাশা মতো কাজ করতে পারেননি বা দুর্নীতির অভিযোগ রয়েছে, এমন ১৫ জন বিধায়কের নাম বাদ পড়েছে তালিকায়। অলকা লাংবা, কপিল মিশ্রের মতো যে চার বিধায়ক অন্য দলে যোগ দিয়েছিলেন, তাঁদের কেন্দ্রগুলিতেও নতুন প্রার্থী দিতে হয়েছে আম আদমি পার্টিকে। ৭০ জন প্রার্থীর মধ্যে মহিলা ৮ জন।

তালিকায় উল্লেখজনক নতুন মুখ— কালকাজি কেন্দ্রে অতীশি, তিমারপুরে দিলীপ পাণ্ডে ও রাজেন্দ্রনগরে রাঘব চড্ডা। মুখ্যমন্ত্রী কেজরীবাল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া লড়ছেন তাঁদের পুরনো কেন্দ্র, যথাক্রমে নয়াদিল্লি ও পটপরগঞ্জ থেকে। কেন্দ্র একই থাকছে বাকি মন্ত্রীদের। বাদ পড়াদের মধ্যে অন্যতম হলেন দ্বারকা কেন্দ্রের বিধায়ক লালবাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ শাস্ত্রী। ওই আসনে দাঁড়াচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মহাবল মিশ্রের ছেলে বিনয় মিশ্র। বাদ পড়েছেন বদরপুরের বিধায়ক এন ডি শর্মা। বাদ পড়ার কথা জানতে পেরেই হতাশ শর্মা আজ অভিযোগ আনেন, টাকার বিনিময়ে আসন বিক্রি করেছেন কেজরীবাল। টিকিট পাননি তিমারপুরের বিধায়ক পঙ্কজ পুষ্কর। দলীয় সূত্রের মতে, কেজরীবাল-বিরোধী প্রশান্ত ভূষণের শিবিরের লোক হওয়ায় বাদ পড়লেন পঙ্কজ। তাঁর কেন্দ্রে টিকিট পেয়েছেন পুরনো একনিষ্ঠ কর্মী দিলীপ পাণ্ডে।

আরও পড়ুন: সিএএর স্বপক্ষে বিধানসভা থেকেই ফেসবুকে লাইভ হিমন্ত

Arvind Kejriwal AAP Delhi Assembly Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy