Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

সিএএর স্বপক্ষে বিধানসভা থেকেই ফেসবুকে লাইভ হিমন্ত

স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী নিয়ম বেঁধে দিয়েছিলেন, সভা চলাকালীন কেউ অধিবেশন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০২:০৮
Share: Save:

অসম বিধানসভার অধিবেশন চলাকালীন ফেসবুকে নিজের ভাষণ লাইভ দেখিয়ে সাসপেন্ড হয়েছিলেন এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। তার পরেই স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী নিয়ম বেঁধে দিয়েছিলেন, সভা চলাকালীন কেউ অধিবেশন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। কিন্তু অতীতেও নিয়ম ভেঙে অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে অধিবেশন চলাকালীন মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে।

গত কাল রাত পর্যন্ত বিধানসভার বিশেষ অধিবেশন ছিল। সেখানে সিএএর স্বপক্ষে দীর্ঘ বক্তব্য রাখেন হিমন্তবিশ্ব শর্মা। এবং তাঁর সেই বক্তব্য নিজের ফেসবুক পেজে লাইভ করেন তিনি। এর পরেই আমিনুল হিমন্তকেও সাসপেন্ড করার দাবি তুলেছেন।

হিমন্তের বিরুদ্ধে স্পিকারকে লিখিত অভিযোগও জমা দেন তিনি। স্পিকার জানিয়েছেন, বিষয়টি নিয়ে যাবতীয় তথ্য পেতে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Facebook Himanta Biswa Sarma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE