আসন্ন বিহার নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের শরিক হয়ে না লড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আম আদমি পার্টি নেতৃত্ব। পরবর্তী ধাপে কংগ্রেসকে বাইরে রেখে তৃতীয় ফ্রন্ট গড়ার ডাক দিলেন অরবিন্দ কেজরীওয়াল-অতিশীরা।
লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ মঞ্চের সঙ্গে লড়ে বিশেষ সুবিধে করতে পারেনি আপ। তার পরেই কংগ্রেস তথা ওই মঞ্চের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন কেজরীওয়ালেরা। গত সপ্তাহে সিপিএমের সাধারাণ সম্পাদক এম এ বেবি এবং বৃন্দা কারাট দিল্লিতে অরবিন্দ-অতিশীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে অ-বিজেপি এবং অকংগ্রেসি দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার বিষয়ে বাম নেতৃত্বকে প্রস্তাব দেন অতিশীরা। যে কারণে কংগ্রেস-সহ ১৬টি দল অপারেশন সিঁদুরের পরে বিশেষ অধিবেশনের দাবিতে সরকারকে চিঠি লিখলেও, ‘একলা চলো’র নীতি নেয় আপ।
আপ নেতৃত্বের মতে, কংগ্রেসের সঙ্গে বিজেপির তলে তলে বোঝাপড়া রয়েছে। সেই কারণে বিজেপি-বিরোধী আঞ্চলিক দলের নেতাদের ইডি-সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হলেও, কংগ্রেসের নেতাদের ছোঁয়া হচ্ছে না। তাঁদের অভিযোগ, কংগ্রেসের কারণেই লোকসভায় দিল্লিতে দলের ফল খারাপ হয়েছে। পঞ্জাবেও দু’বছর পরে নির্বাচন। সেখানে আপকে হারানোর জন্য এখন থেকেই সক্রিয় কংগ্রেস। তাই গেরুয়া শক্তির বিস্তার রুখতে কংগ্রেসকে বাইরে রেখেই তৃতীয় ফ্রন্ট গঠন করার প্রস্তাব তাঁদের।
যদিও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় ফ্রন্ট গঠনের ওই দাবি যুক্তিযুক্ত নয় বলে ওইপ্রস্তাব নাকচ করে দেন বাম নেতৃত্ব। সূত্রের মতে, বাম নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, তাঁরা ‘ইন্ডিয়া’ মঞ্চেরপক্ষে। কারণ, বর্তমানে তাঁদের যা শক্তি আর আপের যা রাজনৈতিক ক্ষমতা তা তৃতীয় ফ্রন্ট গড়েতোলার অনুকূল নয়। সেই কারণে বামেরা বর্তমান ‘ইন্ডিয়া’ মঞ্চে থাকতে আগ্রহী বলে জানিয়ে দেওয়াহয় কেজরীদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)