Advertisement
E-Paper

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে লড়বে আপ, যোগীকে বিঁধে ঘোষণা কেজরীবালের

দিল্লির ক্ষমতায় ৮ বছর রয়েছে আপ। সেই উদাহরণ টেনে উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৩:৫৬
এ বার অরবিন্দ কেজরীবালের নিশানায় উত্তরপ্রদেশ।— ফাইল চিত্র

এ বার অরবিন্দ কেজরীবালের নিশানায় উত্তরপ্রদেশ।— ফাইল চিত্র

দিল্লির ক্ষমতা দখলের পর পর এ বার আম আদমি পার্টি (এএপি)-র চোখ উত্তরপ্রদেশে। ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে আপ। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আপ দিল্লিতে দেওয়া সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছে বলেও এ দিন দাবি করেছেন কেজরীবাল।

দিল্লির ক্ষমতায় ৮ বছর রয়েছে আপ। সেই উদাহরণ টেনে উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেজরীবাল বলেন, ‘‘গত ৮ বছরে দিল্লিতে ৩ বার সরকার গড়েছে আপ। আমরা পঞ্জাবে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছি। কিন্তু আজ আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই— ২০২২ সালে আপ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বে।’’

কোন ইস্যুকে সামনে রেখে উত্তরপ্রদেশ দখলের লড়াইয়ে নামবে আপ? তার উত্তর দিতে গিয়ে কেজরীবাল বলেন, ‘‘উত্তরপ্রদেশের মানুষ স্বাস্থ্য এবং শিক্ষার মতো পরিষেবার জন্য দিল্লি যেতে বাধ্য হন।’’ এর পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিঁধে তাঁর প্রশ্ন, ‘‘দেশের বৃহত্তম রাজ্য কি উন্নততমও হয়ে উঠতে চায় না?’’ কেজরীবালের মতে, ‘‘উত্তরপ্রদেশের নোংরা রাজনীতি এবং দুর্নীতিতে ডুবে থাকা রাজনীতিকরাই রাজ্যের উন্নয়নে বাধা দিচ্ছেন। রাজ্যবাসী সব দলকেই সুযোগ দিয়েছে কিন্তু সব দলই দুর্নীতির নতুন নতুন রেকর্ড গড়েছে।’’ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন হতে এখনও ঢের দেরি। কিন্তু আপ প্রধানের উত্তরপ্রদেশে পা রাখার ঘোষণা যোগীর উপর নিঃসন্দেহেই চাপ তৈরি করল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: তাপমাত্রা ৪.১ ডিগ্রি, মরসুমের শীতলতম দিন নয়াদিল্লির

আরও পড়ুন: করোনার জের, সংসদে হবে না শীতকালীন অধিবেশন

Arvind Kejriwal AAP Uttar Pradesh, Assembly Elections 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy