Advertisement
০৭ মে ২০২৪

মোদীর রাজ্যে সব বিধানসভা আসনে লড়বে আম আদমি পার্টি

আসছে বছরের দ্বিতীয়ার্ধেই গুজরাতে বিধানসভা ভোট। রাজ্যের ১৮২ আসনের সবকটাতেই প্রার্থী দেবে আম আদমি পার্টি। আমদাবাদে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন দিল্লির আপ বিধায়ক গুলাব সিংহ যাদব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ১৪:৪৫
Share: Save:

আসছে বছরের দ্বিতীয়ার্ধেই গুজরাতে বিধানসভা ভোট। রাজ্যের ১৮২ আসনের সবকটাতেই প্রার্থী দেবে আম আদমি পার্টি। আমদাবাদে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন দিল্লির আপ বিধায়ক গুলাব সিংহ যাদব। সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরীবালের একটি ভিডিও ক্লিপিংও চালানো হয়।

আপের দাবি, গুজরাতে তাদের সদস্য সংখ্যা এখন এক লক্ষ। এর মধ্যে ২৫ হাজার সদস্য এসেছেন বিদ্যুতের দাম নিয়ে আপের অবস্থানকে সমর্থন করে। আপ প্রতিশ্রুতি দিয়েছে, গুজরাতে ক্ষমতায় এলে বিদ্যুতের ইউনিট-প্রতি দাম অর্ধেক করে দেবে।

সাংবাদিক সম্মেলনে গুলাব সিংহ যাদব জানান, ইতিমধ্যেই তাঁরা বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ক্যাডারদের ছড়িয়ে দেওয়া হচ্ছে ১৮২টা বিধানসভা কেন্দ্রে। আর্থিক ভাবে দুর্বলদের জন্য সংরক্ষণের যে অর্ডিন্যান্স জারি করেছে গুজরাতের বিজেপি সরকার তারও সমালোচনা করেছেন গুলাব। গুজরাতের সাংগঠনিক দায়িত্বে থাকা এই আপ নেতা বলেন, ‘‘হরিয়ানার মতো এখানেও মানুষকে ললিপপ দিয়ে ভোলাতে চাইছে সরকার’’। তবে সংবিধানের আওতায় থাকা সব ধরনের সংরক্ষণের পক্ষে তাঁরা, এও জানিয়েছে আপ নেতা।

আরও খবর...

ইস্তফা দিতেই হল খাড়সেকে, হবে তদন্তও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Modi Kejriwal Gujarat Assembly election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE