রক্ষণাবেক্ষণের জন্য ছ’ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল মুম্বই বিমানবন্দরের প্রধান তিনটি রানওয়ের মধ্যে একটি। যার জেরে বাতিল হল প্রায় ৩০০ উড়ান। ফলে বিপাকে পড়লেন বহু যাত্রী।
অক্টোবর এবং ফেব্রুয়ারি-মার্চ— বছরে এই দু’বার রানওয়ের রক্ষণাবেক্ষণের কাজ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ৪ অক্টোবর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, আগামী ২৩ অক্টোবর মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে দিয়ে বিমান চলাচল বন্ধ থাকবে।
কাল এয়ার ইন্ডিয়া টুইট করে যাত্রীদের জানায়, সকাল ১১টা থেকে বিকেল ৫টা— এই ছ’ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দরের একটি রানওয়ে। বাতিল হওয়া উড়ানের পুনর্নির্ধারিত সময় জানার যাবে এয়ার ইন্ডিয়া ওয়েবসাইট, অ্যাপে। তা ছাড়া, কলসেন্টারে যোগাযোগ করেও সমস্ত তথ্য পাওয়া যাবে। শুধু এয়ার ইন্ডিয়াই নয়, অন্যান্য উড়ান সংস্থার উড়ানের উপরেও রানওয়ে বন্ধ থাকার প্রভাব পড়েছে।