দু’দিন আগেই সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন পরিচালক কর্ণ জোহর। গোটা বলিউড তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু এর মধ্যেই শারীরিক সমস্যা নিয়ে কটাক্ষ করা হল তাঁকে। কর্ণকে সরোগেসির মাধ্যমে বাবা হওয়া নিয়ে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমি।
সোমবার কর্ণকে উদ্দেশ্য করে আবু প্রশ্ন তুলেছেন, ‘‘এত বয়স হয়ে গেল বিয়ে কেন করেননি? যদি কোনও অসুখ থাকে তা হলে সন্তান দত্তক নিন। সরোগেসির নাটক করার মানে কী?’’ যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কর্ণ।
আরও পড়ুন, কর্ণের বাবা হওয়ার খবরে কী বললেন শাহরুখ?
কর্ণ বাবার নামেই ছেলের নাম রেখেছেন যশ। আর মা হিরু জোহরের নাম উল্টে দিয়ে মেয়ের নাম রূহি। এ বছরের গোড়ায় সেই অনুষ্ঠানে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালক দাবি করেছিলেন, ভবিষ্যতে বাবা হতে চান। তবে সেটা যে এত শীঘ্র, কেউ ঘুণাক্ষরেও আঁচ পায়নি। এখন জানা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষ দিকেই পিতৃত্বে হাতেখড়ি হয় কর্ণের।
ফেসবুকে রবিবার কর্ণ লিখেছেন, ‘‘আমার জীবনের সবচেয়ে সুন্দর দুটো সংযোজনের কথা আপনাদের সঙ্গে ভীষণ আনন্দ করে শেয়ার করছি। রূহি এবং যশ, আমার সন্তান এবং জীবনরেখাও। মেডিক্যাল সায়েন্সের কল্যাণে বাবা হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।’’ এর পরে তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত তিনি অনেক ভেবেচিন্তেই নিয়েছেন। তার জন্য শারীরিক ও মানসিক দিক থেকে নিজেকে প্রস্তুত করেছেন একটু একটু করে।
আরও পড়ুন, ব্যক্তিগত জীবনেও ‘অসমাপ্ত’ সম্পর্ক রয়েছে, রয়েছে খারাপ লাগাও