দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে আরও দু’দিন সময় নিল বিজেপি। সংবাদ সংস্থা এএনআই সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার দিল্লির বিজেপি বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। বৈঠকটি হবে আগামী বুধবার। সূত্রের দাবি, ওই দিনই দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে তার পরের দিন, বৃহস্পতিবার।
একাধিক সূত্রের দাবি, মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে ১৫ জন বিধায়কের। ইতিমধ্যেই সেই ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। তাঁদের মধ্যে ৯ জনকে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার এবং গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হিসাবে।
দিল্লি জয়ের পর সঙ্গে সঙ্গেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি বিজেপি। গত এক সপ্তাহ ধরে অনেকের নাম নিয়েই আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে। কিন্তু স্পষ্ট করে কিছুই জানা যায়নি। বিজেপি সূত্রে খবর ছিল, মোদী আমেরিকা সফর সেরে ফেরার পরে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। আর মোদীর অনুপস্থিতিতে যে নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যেতে পারে, এমন সম্ভাবনাও ছিল না। তাই প্রধানমন্ত্রী দেশে ফেরার পরেই এই নিয়ে তোড়জোড় শুরু হয়। তার পর দলের শীর্ষ স্তরে একাধিক বৈঠক হলেও এখনও মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আনেনি পদ্মশিবির।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রায় তিন দশক পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে তারা জিতেছে। অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি (আপ) জিতেছে ২২ আসনে।