শীতকাল এসে গিয়েছে ‘সুপর্ণা।’
শুধু বাংলা নয়, দেশ জুড়ে এ বার নভেম্বরের প্রত্যেক দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। নভেম্বরের প্রথমার্ধেই শীতের ঝোড়ো ব্যাটিং চলছে উত্তর ভারতে। শুধু উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা কিংবা রাজস্থানেই আর সীমাবদ্ধ নয়। নভেম্বরের প্রতি দিন দেশের প্রায় প্রতিটি রাজ্যে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে স্বাভাবিকের নীচে। যার ফলে শীতের শুরুতেই ঠান্ডার পুরোদস্তুর আমেজ পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক রিপোর্টে এমনই জানাল দিল্লির মৌসম ভবন।
ভারত বেশ কয়েকটি অঞ্চলে নভেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা কখনও স্বাভাবিকের ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকছে। কোনও কোনও দিন সেটা ৬ ডিগ্রি পর্যন্ত হচ্ছে। আবহবিদেরা জানাচ্ছেন, আগামী সপ্তাহে পাঁচ দিন দেশের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম কিংবা স্বাভাবিক থাকবে। বেশি হবে না। ঠান্ডা অনুভূত হবে গ্রামাঞ্চল, মফস্সল থেকে শহর, সর্বত্র। পূর্ব ভারতের ক্ষেত্রে ১৮ থেকে ২১ নভেম্বর বাংলার সমস্ত জেলা ঢাকবে মাঝারি থেকে ভারী কুয়াশার চাদরে। সকালে তাপমাত্রা খানিক স্বাভাবিক থাকলেও রাতে শীত পড়বে জমিয়ে। বলাই বাহুল্য, কুয়াশার কারণে রাতে দৃশ্যমানতা হ্রাস পাবে। আগামী সপ্তাহ থেকে বাংলার আবহাওয়া শুষ্ক হবে বলে জানাচ্ছে মৌসম ভবন।
শীতকালের ‘আনুষ্ঠানিক সূচনা’তেই অস্বাভাবিক ঠান্ডায় জুবুথুবু দিল্লি। রাজধানীর বাতাস ‘অত্যন্ত খারাপ।’ একটুতেই হাঁপিয়ে উঠছেন মানুষজন। মৌসম ভবন বলছে, গত ১১ বছরের মধ্যে এ বার শীতে সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিক ভাবে স্বাভাবিকের চেয়ে কম রাজধানীতে। গত ১৫ নভেম্বর থেক দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে। রাতের তাপমাত্রা থাকছে ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নভেম্বর জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
শুধু উত্তরেই নয়, উত্তুরে হাওয়ায় কাঁপছে মধ্য ভারতও। মুম্বইয়ে প্রতি দিনই তাপমাত্রা স্বাভাবিকের ৩ থেকে ৪ ডিগ্রি কম। মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্র, গোয়া থেকে তেলঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, ওড়িশা— সর্বত্রই শীত এ বার শুরু থেকেই জমিয়ে ব্যাটিং করছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন উত্তর-পশ্চিম থেকে পূর্ব ভারত, সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
আরও পড়ুন:
অন্য দিকে, দক্ষিণাঞ্চল আবার বৃষ্টির জন্য প্রস্তুত। ২৪ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ুতে এবং আগামী শনিবার পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তামিলনাড়ু, কেরল, অন্ধপ্রদেশের উপকূলীয় অঞ্চলে বজ্রপাত-সহ ঝোড়ো বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।