Advertisement
E-Paper

সুদিন আনার সময়সীমা বাড়াচ্ছেন মোদী

নরেন্দ্র মোদী ‘অচ্ছে দিন’-এর কথা পারত পক্ষে আর মুখেই আনেন না। তাঁর সেনাপতি অমিত শাহ বলছেন, ‘অচ্ছে দিন’-এর প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে সরকার। এ বার কৌশলে সেই ‘কাছাকাছি’র গোলপোস্টটা এক ধাক্কায় আরও তিন বছর পিছিয়ে দিতে চাইছেন নরেন্দ্র মোদী।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০৩:১১
নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী ‘অচ্ছে দিন’-এর কথা পারত পক্ষে আর মুখেই আনেন না। তাঁর সেনাপতি অমিত শাহ বলছেন, ‘অচ্ছে দিন’-এর প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে সরকার। এ বার কৌশলে সেই ‘কাছাকাছি’র গোলপোস্টটা এক ধাক্কায় আরও তিন বছর পিছিয়ে দিতে চাইছেন নরেন্দ্র মোদী। এ জন্য শীঘ্রই এক নতুন পাঁচ-বছরি পরিকল্পনা ঝুলি থেকে বার করতে চলেছেন মোদী।

উত্তরপ্রদেশে জয়ের পর থেকেই মোদীর মুখে শোনা যাচ্ছে ২০২২ সালের কথা। ধুমধাম করে পালন করবেন স্বাধীনতার ৭৫ বছর। যেন ধরেই নিয়েছেন, তার আগে লোকসভা নির্বাচনে তিনি জিতছেনই। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকাপোক্ত একটি পরিকল্পনার খসড়া তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে খবর, ২৬ মে সরকারের তিন বছর পূর্তিতে মোদীর বক্তৃতায় তার উল্লেখ তো থাকবেই, ১৫ অগস্ট লালকেল্লা থেকেও এই পরিকল্পনা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। কী থাকবে সেখানে? সরকারি সূত্রে খবর, ইতিমধ্যে ঘোষিত কেন্দ্রের কিছু প্রকল্প ২০২২ সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রয়েছে সকলের জন্য ঘর, সব ঘরে বিদ্যুৎ ও কৃষকদের আয় দ্বিগুণ করার মতো জনদরদি প্রকল্প। এর সঙ্গেই যোগ করা হবে আরও একগুচ্ছ প্রকল্প, যার রূপরেখা তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর দফতরে। জনগণের অংশগ্রহণ বাড়িয়ে গণ-আন্দোলন তৈরি করতে চাইছেন প্রধানমন্ত্রী। মোদী সরকারের এক মন্ত্রীর কথায়, ‘‘স্বাধীনতার ৭৫ বছরে দেশপ্রেমের পরিমণ্ডল ‌মতৈরি করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। কিন্তু তার সঙ্গে প্রতিটি পরিবার, সংগঠন, গ্রাম, শহর, রাজ্য কী ভাবে জুড়তে পারে, তারই নকশা তৈরি হচ্ছে। ২০২২ সালেই এক ‘নতুন ভারত’ চাইছেন প্রধানমন্ত্রী।’’ তবে বিজেপিরই এক সূত্রের মতে, আসলে এ’টি একটি কৌশল। ক’দিন আগেই মন্ত্রী নিতিন গডকড়ী বলেছেন— ‘অচ্ছে দিন’-এর স্লোগান গলার কাঁটা হয়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রীও সে’টি ঘরোয়া আড্ডায় স্বীকার করেছেন। কিন্তু ভোটে জিততে সেই সুদিনকেই ফের নির্বাচনী কৌশল করতে চলেছেন মোদী। বিরোধীরা যখন তাঁকে হারাতে একজোট হচ্ছে, তখন এই নতুন পাঁচ বছরের স্বপ্ন দেখিয়েই পরের লোকসভা ভোটটি উতরোতে চাইছেন তিনি। আর এই কৌশলে ‘অচ্ছে দিন’ আনার জন্য বাড়তি আরও তিনটি বছরও কিনে নিতে চাইছেন।

Achhe Din Narendra Modi PM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy