Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Uddhav Thackeray

Aaditya Thackeray: ‘সঠিক পদাঙ্ক অনুসরণ জরুরি’, উদ্ধবের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে বার্তা আদিত্য ঠাকরের

শিন্ডে-সহ শিবসেনার বিধায়কদের একাংশের বিদ্রোহে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব। নেটমাধ্যমে বাবার ছবি পোস্ট করে বার্তা দিলেন আদিত্য।

ছবি ইনস্টাগ্রাম।

ছবি ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৪:২৯
Share: Save:

ক’দিন আগেই মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরে গিয়েছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার বিধায়কদের বিদ্রোহে উথালপাথাল হয়েছে মহারাষ্ট্রের রাজনীতি। এই প্রেক্ষাপটে এ বার বাবার তারিফ করলেন পুত্র আদিত্য ঠাকরে।

উদ্ধবের সঙ্গে পুরনো একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে আদিত্য লিখেছেন, ‘সঠিক পদাঙ্ক অনুসরণ করা সর্বদা জরুরি। আপনাদের ভালবাসা ও আশীর্বাদের জন্য সকলের কাছে ঋণী... এটাই আমাদের আসল শক্তি।’’

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে উদ্ধব বলেছেন, ‘‘তিনি অতীতেও বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছেন... তিনি বলেছেন, 'আদিত্য, যেটা আমাদের নয়, সেটা কখনই হবে না...আমার বাবা, দাদু, তাঁর বাবা-- সকলে বিশ্বাস করতেন যে, অর্থ ও ক্ষমতা আসবে-যাবে... এতে কারও হাত নেই। কিন্তু, সম্মানহানি ঠিক নয়'।’’

একই সঙ্গে, একনাথদের কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করেছেন আদিত্য। উদ্ধব-পুত্র বলেছেন, ‘‘মুম্বইয়ে আমরা এমন নিরাপত্তা আগে দেখিনি।’’ এর পর একনাথকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনি কেন ভয় পাচ্ছেন? কেউ কি পালিয়ে যাবে? কেন এত ভয়?"

উল্লেখ্য, একনাথ শিন্ডে-সহ শিবসেনার বিধায়কদের একাংশের বিদ্রোহের জেরে পতন হয়েছে উদ্ধব সরকারের। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। এর পর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মসনদে বসেছেন শিন্ডে। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। উপমুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফডণবীস। এই প্রেক্ষাপটে বিজেপিকে নিশানা করে উদ্ধব বলেছেন, ‘‘যে ভাবে সরকার গঠন করা হল, যাঁরা সরকার গড়ছেন, তাঁরা শিবসৈনিক নন। আড়াই বছর আগে কেন একই জিনিস করল না ওরা (বিজেপি)? বিজেপি ও আমাদের মধ্যে আড়াই বছর আগে একই ব্যবস্থার (প্রথম আড়াই বছর শিবসেনার মুখ্যমন্ত্রী, পরের আড়াই বছর বিজেপির মুখ্যমন্ত্রী) কথা বলা হয়েছিল। ওরা যদি ওদের প্রতিশ্রুতি রাখত, তা হলে মহাবিকাশ আঘাডী তৈরি হত না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE