Advertisement
০৯ মে ২০২৪
Bihar

Bihar: উচ্ছেদ অভিযান ঘিরে পটনায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ! জখম পুলিশ সুপার-সহ অনেকে

পটনার নেপালি নগরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

ছবি টুইটার।

ছবি টুইটার।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৩:২১
Share: Save:

উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড পটনার নেপালি নগর এলাকায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লেন ক্ষিপ্ত জনতা। স্থানীয়দের আক্রমণের রোষে পড়ে জখম হয়েছেন পুলিশ সুপার। আহত বহু। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

সংবাদসংস্থা সূত্রে খবর, ওই এলাকায় ৭০টি বাড়ি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উচ্ছেদ অভিযান শুরু হলে বাধা দেন স্থানীয়রা। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেধে যায়।

নেপালি নগর এলাকায় কয়েকটি বাড়ি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি খালি করার জন্য এক মাস আগে নোটিস দেওয়া হয়। রবিবার উচ্ছেদ অভিযানে বাধা দিতে এলাকায় জড়ো হন বাসিন্দারা।

রবিবার উচ্ছেদ অভিযানের জন্য ১৪টি বুলডোজার আনা হয়। মোতায়েন করা হয় দু’হাজার পুলিশকর্মী।

উল্লেখ্য, তিন দিন আগেই পটনা জেলাশাসকের ঐতিহাসিক অফিসবাড়ি ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar patna police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE