যোগী আদিত্যনাথ।— ফাইল চিত্র
এ বার ইফতার পার্টির আয়োজন করছেন না উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? এত দিন কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির যাঁরাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন, তাঁরাই আয়োজন করেছেন ইফতার পার্টির। এমনকী বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে কল্যাণ সিংহ, রাজনাথ সিংহ বা রামপ্রকাশ গুপ্তের আমলেও এই ধারায় ছেদ পড়েনি। কিন্তু, এবার কি সেই রীতিতে ছেদ পড়তে চলেছে? উত্তরপ্রদেশ বিজেপি-র বিভিন্ন সূত্র বা সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে এমনই আভাস পাওয়া যাচ্ছে। এ নিয়ে অবশ্য সরকারি ভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। যদিও চৈত্র নবরাত্রিতে বিজেপি নেতাদের জন্য ফলাহার পার্টির আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
আরও পড়ুন: বিয়ের সন্ধ্যায় নাচতে নাচতে মালাবদলের আগেই মারা গেলেন বর!
মুখ্যমন্ত্রী হিসেবে এখনও তিন মাসও সম্পূর্ণ করেননি যোগী আদিত্যনাথ। এরই মধ্যে বেআইনি কসাইখানা বন্ধ করে দেওয়া, যন্ত্রচালিত কসাইখানার উপরে নিষেধাজ্ঞা জারির কথা বলে বিতর্ক উস্কে দিয়েছেন যোগী। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন ৫ নম্বর কালীদাস মার্গে ইফতার পার্টি হবে না, এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই শুরু হয়েছে বিতর্ক। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড দাবি করেছে, মুখ্যমন্ত্রী ইফতার পার্টির আয়োজন না করলে, তা দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তিতে আঘাত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অবশ্য ইফতার পার্টির আয়োজন করেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy