প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে। রোজগার গ্যারান্টি আইন থেকে মোহনদাস কর্মচন্দ গান্ধীর নাম বাদ দেওয়া নিয়ে বিরোধীদের প্রবল আপত্তি। রোজগারের আইনি নিশ্চয়তাই তুলে দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন। রাজ্যের উপরে আর্থিক দায় চাপানোর অভিযোগ। সবিস্তার আলোচনার জন্য বিল সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি। মধ্যরাত পর্যন্ত এই বিলের উপরে বিতর্ক চলে।
এ সব অগ্রাহ্য করেই আজ মোদী সরকার ‘বিকশিত ভারত-জি রাম জি বিল’ লোকসভায় পাশ করানোর জন্য আলোচনা শুরু করিয়ে দিল। সন্ধ্যা ছ’টা থেকে আলোচনা শুরু করিয়ে মধ্যরাত পর্যন্ত এই বিল নিয়ে আলোচনা হয়। আগামিকাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বিরোধীদের প্রশ্নের উত্তর দেবেন। তার পরে বিল পাশ করিয়ে নেওয়া হবে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি মেনে লোকসভায় ‘ভিবি-জি রাম জি বিল’ পাশের পরে মোদী সরকার দিল্লির দূষণ নিয়ে আলোচনায়
রাজি হয়েছে।
বিরোধীদের যদিও আশঙ্কা, আগামিকাল সন্ধ্যায় একই ভাবে রাজ্যসভাতেও এই বিল নিয়ে এসে তা মধ্যরাতে পাশ করিয়ে নেওয়া হবে। কারণ, শুক্রবার দুপুরেই সংসদের শীতকালীন অধিবেশনে ইতি পড়বে। বিরোধীরা মনে করছেন, রোজগার গ্যারান্টি আইন থেকে গান্ধীর নাম বাদ নিয়ে অস্বস্তি রয়েছে বলেই মোদীর বিদেশ সফরের সময়ে এই বিল পাশ করাতে চাইছে সরকার।
লোকসভার কার্যসূচি উপদেষ্টা কমিটি বিকশিত ভারত-গ্রামীণ রোজগার ও অজীবিকা গ্যারান্টি বিলটি (ভিবি-জি রাম জি) নিয়ে আলোচনার জন্য সময়ই বরাদ্দ করেনি। তার পরেও আজ মোদী সরকার বিলটি পাশ করাতে উদ্যোগী হওয়ায় বিরোধীরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানান। কিন্তু স্পিকার জানিয়ে দেন, বিরোধীরা যত সময় চান, তত ক্ষণ লোকসভায় আলোচনা হোক। আজ রাজ্যসভার কার্যসূচি উপদেষ্টা কমিটিও এই বিল নিয়ে আলোচনার জন্য সময় বরাদ্দ করেনি। সেখানেও বিরোধীরা দাবি তোলেন, এই বিল নিয়ে সবিস্তার আলোচনা প্রয়োজন। কিন্তু সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়নি। গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজের দাবি, বিকশিত ভারতের সঙ্গে বিকশিত গ্রাম এবং গান্ধীর আদর্শ মেনে স্বাবলম্বী গ্রামের লক্ষ্যেই নতুন বিল আনা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)