গাড়ি, নিরাপত্তারক্ষী নিয়ে নয়, ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে নির্বাচনী ব্যবস্থা খতিয়ে দেখতে গেলেন অতিরিক্ত জেলাশাসক। ২ ঘণ্টা ৫০ মিনিট সাইকেল চালিয়ে ভোটগ্রহণ কেন্দ্রগুলি ঘুরে ঘুরে দেখে আসেন তিনি।
শনিবার মধ্যপ্রদেশের বমোরীর দু’টি কেন্দ্রে ভোট ছিল। মোট ৫০৮টি বুথে ভোটগ্রহণ হয়। প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব পড়েছিল অতিরিক্ত জেলাশাসক আদিত্য সিনগ তোমরের। শুক্রবারই তিনি নির্বাচনী ব্যবস্থা দেখার জন্য গুনা থেকে বমোরী রওনা হন।