মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কি গ্যাস বেলুন দুর্ঘটনার কবলে পড়লেন? সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর থেকে সেই প্রশ্নই উঁকি মারতে শুরু করে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মোহন একটি গ্যাস বেলুনে থাকাকালীন সেটিতে আগুন জ্বলছে। তবে স্থানীয় প্রশাসনের দাবি, কোনও বিপত্তি ঘটেনি। গ্যাস বেলুনটির সুরক্ষাবিধিতে কোনও খামতি হয়নি। মুখ্যমন্ত্রী গ্যাসবেলুনে থাকাকালীন আগুন ধরে যাওয়ার গুজবকেও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে জেলা প্রশাসন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন মান্দাসৌর জেলায় এক অনুষ্ঠানের উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে তিনি একটি গ্যাস বেলুন পর্যবেক্ষণের সময়েই এই বিপত্তি ঘটে বলে দাবি করা হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় দেখা যায়, একটি গ্যাস বেলুনে উঠেছেন মুখ্যমন্ত্রী মোহন। তাঁর সঙ্গে আরও অন্যেরাও রয়েছেন। গ্যাস বেলুনটি তখনও নীচেই রয়েছে। ওই সময় গ্যাস বেলুনের একটি যন্ত্র থেকে আগুনে শিখা বেরোতে দেখা যায়। ওই সময় জোরে হাওয়া বইছিল। ওই ভিডিয়ো ঘিরেই বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে।
আরও পড়ুন:
যদিও মন্দাসৌরের জেলাশাসক অদিতি গর্গ পরে এক বিবৃতিতে জানান, মুখ্যমন্ত্রী যে গ্যাস বেলুনে ছিলেন, সেখানে সুরক্ষাবিধিতে কোনও খামতি ছিল না। মুখ্যমন্ত্রী শুধু গ্যাস বেলুনটি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। জেলাশাসকের দাবি, গ্যাস বেলুনকে ওড়ার জন্য গরম হাওয়ার দরকার হয়। যাবতীয় সুরক্ষাবিধি মেনেই সেই কাজ হচ্ছিল। কোনও রকম মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যে কান না-দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তিনি।