গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার পরে আজ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে মেঘওয়ালের সঙ্গে তাঁর কী বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করতে চাননি রাজ্যপাল। আর জি কর কাণ্ড নিয়ে গোটা রাজ্য উত্তাল। এই আবহে গত বৃহস্পতিবার দিল্লি আসেন রাজ্যপাল। গত কাল দেখা করেন অমিত শাহের সঙ্গে। আজ মেঘওয়ালের মতোই অমিত শাহের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি রাজ্যপাল।
দুপুরে বৈঠক হলেও, প্রায় ছয় ঘণ্টা পরে মেঘওয়ালের সঙ্গে বোসের বৈঠকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে রাজভবন সচিবালয়। তবে পরে মেঘওয়াল বলেন, ‘‘পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা লজ্জাজনক। সকলেই সেই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। ঘটনার সমালোচনাও করেছেন। আমি জানি না এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব কী। তবে তিনি বিষয়টি নিয়ে বিরোধিতার রাস্তায় হাঁটছেন। তিনি জানতে চাইছেন ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়নি কেন? ওই আদালত রয়েছে। আপনিই তা তৈরিতে অংশগ্রহণ করেননি। আপনি কেবল ৪-৫টি জেলায় ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছেন। আপনি কিছু না করে বল কেন্দ্রের কোর্টে ঠেলছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)