Advertisement
E-Paper

ফেসবুকে ছবি দিয়ে হেনস্থার প্রতিবাদ তরুণীর

রবিবার রাত প্রায় আটটা। দিল্লির তিলকনগর এলাকায় ট্রাফিক সিগন্যালের সামনে রাস্তা পেরোনোর জন্য আর পাঁচ জনের সঙ্গেই দাঁড়িয়েছিলেন ২০ বছরের এক তরুণী। লাল আলো দেখে রাস্তা পেরোতে গিয়ে একটি মোটরবাইকের সঙ্গে প্রায় ধাক্কা লাগার উপক্রম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০২:৫০

রবিবার রাত প্রায় আটটা। দিল্লির তিলকনগর এলাকায় ট্রাফিক সিগন্যালের সামনে রাস্তা পেরোনোর জন্য আর পাঁচ জনের সঙ্গেই দাঁড়িয়েছিলেন ২০ বছরের এক তরুণী। লাল আলো দেখে রাস্তা পেরোতে গিয়ে একটি মোটরবাইকের সঙ্গে প্রায় ধাক্কা লাগার উপক্রম। সিগন্যালের তোয়াক্কা না করেই গাড়ি চালাচ্ছিলেন সওয়ারি। সে কথা বলতে না বলতেই তরুণীর দিকে ধেয়ে এলো অশ্রাব্য গালিগালাজ। কুরুচিকর মন্তব্যের স্রোত রুখতে পুলিশে নালিশ জানানোর ভয় দেখালেন তরুণী। ছবি তুললেন মোটরবাইকের নম্বরপ্লেটের। সওয়ারির ছবি তুলতে গিয়ে হতবাক তরুণী। ভয় পাওয়া তো দূর অস্ত্, রীতিমতো ‘পোজ’ দিয়ে ছবি তুলে মোটরবাইক আরোহীর হুমকি, ‘‘পুলিশে নালিশ জানাও, তার পর দেখো আমি কী করি।’’

হতভম্ব তরুণীকে এ ভাবে কার্যত হুমকি দিয়ে চোখের নিমেষে উধাও মোটরবাইক আরোহী। তরুণী অবশ্য দমে যাননি। সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান। সেখানেই থেমে না থেকে ওই যুবকের ‘পোজ’ দিয়ে তোলা ছবিটি দিয়ে দেন ফেসবুকে। সঙ্গে গোটা ঘটনাটির কথাও উল্লেখ করেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ১৪,৫০০ জন শেয়ার করেন ওই ছবি। সোমবার ওই যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ২৬ বছরের ওই যুবকের নাম সর্বজিৎ সিংহ। পশ্চিম দিল্লির পশ্চিমীপুরি এলাকার বাসিন্দা সে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই তরুণীকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সোমবার টুইট করে তিনি বলেছেন, ‘‘দিল্লির বাকি মেয়েদের এই উদাহরণ মাথায় রাখা উচিত এবং অন্যায়ের প্রতিবাদ করে রুখে দাঁড়ানো উচিত।’’ দিল্লি পুলিশের তরফে মেয়েটিকে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। ঘটনার কড়া সমালোচনা করেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিবাল। তিনি বলেন, ‘‘তখন ওখানে অন্তত ২০ জন উপস্থিত ছিলেন। কিন্তু লজ্জার কথা হল, মেয়েটিকে সাহায্য করতে এক জনও এগিয়ে আসেননি।’’

এ সবের পরে কী বলছেন সেই সাহসিনী? সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে ওই তরুণী জানিয়েছেন, ‘‘আমি কেন মুখ লুকিয়ে রাখব? যে ভুল কাজ করেছে তারই লজ্জা পাওয়া উচিত।’’

Delhi Jasleen Kaur Tilak Nagar country police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy