কেন্দ্র জ্বালানি তেলের উপর থেকে শুল্ক কমানোর পর দিনই বেশ কয়েকটি রাজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান এবং কেরল। এর ফলে, এই রাজ্যগুলিতে জ্বালানি তেলের দাম বেশ খানিকটা কমেছে।
প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের ক্ষেত্রে রাজস্থান ভ্যাট কমিয়েছে যথাক্রমে ২ টাকা ৪৮ পয়সা এবং ১ টাকা ১৬ পয়সা। শনিবার কেরল সরকার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ২ টাকা ৪১ পয়সা এবং ১ টাকা ৩৬ পয়সা কমিয়েছে। অন্য দিকে, মহারাষ্ট্র পেট্রল ও ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে যথাক্রমে ২ টাকা ৮ পয়সা এবং ১ টাকা ৪৪ পয়সা। ওড়িশা কমিয়েছে ২ টাকা ২৩ পয়সা এবং ১ টাকা ৩৬ পয়সা। বিহার এখনও ভ্যাট কমানোর বিষয়ে ঘোষণা না করলেও রবিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন খুব শীঘ্রই বিষয়টি নিয়ে রাজ্য সিদ্ধান্ত নেবে।
প্রশ্ন হল, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ কী করবে? অন্য রাজ্যগুলির মতো তারাও কি ভ্যাটে ছাড় দেবে? অর্থনীতিবিদের মতে, কেন্দ্র শুল্কে ছাড় দেওয়ায় এর প্রভাব পড়বে রাজ্যগুলির উপরেও। কারণ, একেকটি রাজ্যে জ্বালানি তেলের উপর একেকরকম শুল্ক বসানো রয়েছে। এ রাজ্যে তা মোটামুটি ২৫ শতাংশের মতো। ফলে কেন্দ্র ৮ টাকা শুল্ক ছাড় দেওয়ার ফলে ২৫ শতাংশের হিসাবে জ্বালানি তেল বাবদ রাজ্যের রাজস্ব থেকে এমনিতেই অন্তত ২ টাকা বাদ যাবে।