রায়ান ইন্টারন্যাশনালের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সামনে এল আর এক শিশু নির্যাতনের ঘটনা। ফাঁকা ক্লাসঘরে ৫ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলেরই এক পিওনের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এই ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদরা স্কুলে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিকাশ। গত তিন বছর ধরে সে দিল্লির ওই স্কুলটিতে কাজ করে। বিকাশ আগে স্কুলের নিরাপত্তারক্ষী ছিল। পরে তাকে পিওন হিসাবে নিযুক্ত করেন স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্রদ্যুম্নর স্কুলে ব্যাপক বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ