Advertisement
০৫ মে ২০২৪
Death in Live Show

দূরদর্শনের লাইভ অনুষ্ঠানে কথা বলার সময় স্টুডিয়োতে লুটিয়ে পড়লেন কৃষি বিশেষজ্ঞ! কী হল তারপর?

পুলিশ জানিয়েছে, কৃষি বিশেষজ্ঞ হিসাবে আনি মাঝেমধ্যেই সরকারি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হতেন। শুক্রবারও সেই কারণে দূরদর্শনের ‘কৃষি দর্শন’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

Agriculture expert dies on live television show in Kerala

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১০:১৩
Share: Save:

দূরদর্শনের লাইভ অনুষ্ঠানের জন্য চ্যানেলের স্টুডিয়োতে গিয়েছিলেন কৃষি বিশেষজ্ঞ। কৃষি নিয়ে নিজের মতামতও দিচ্ছিলেন।এমন সময়ই হঠাৎ মৃত্যু। লাইভ অনুষ্ঠান চলাকালীনই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। শুক্রবার কেরলে ঘটনাটি ঘটেছে। মৃত কৃষি বিশেষজ্ঞের নাম আনি এস দাস (৫৯)। পুলিশ সূত্রে খবর, তিনি কেরল কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ছিলেন।

পুলিশ জানিয়েছে, কৃষি বিশেষজ্ঞ হিসাবে আনি মাঝেমধ্যেই সরকারি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হতেন। শুক্রবারও সেই কারণে দূরদর্শনের ‘কৃষি দর্শন’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দূরদর্শনের ওই অনুষ্ঠান শুরু হয়।

চ্যানেল সূত্রে খবর, কথা বলতে বলতে হঠাৎই স্টুডিয়োতে লুটিয়ে পড়েন আনি। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Live Show Kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE