আগামী সপ্তাহ থেকে সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের রণনীতি ঠিক করতে ১৯ জুলাই ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠক বসছে। কংগ্রেস চাইছে, শুধু লোকসভা বা রাজ্যসভার দলনেতারা নন, বিরোধী দলের শীর্ষনেতারা এই বৈঠকে যোগ দিন। কংগ্রেসের তরফে সনিয়া গান্ধীও এই বৈঠকে থাকবেন।
কংগ্রেস মঙ্গলবারই সিদ্ধান্ত নিয়েছে, পহলগামের সন্ত্রাসবাদী হামলা রুখতে মোদী সরকারের ব্যর্থতা, সন্ত্রাসবাদীদের ধরতে না পারা, ‘অপারেশন সিঁদুর’ আচমকা থামিয়ে দেওয়া, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যের চাপ দিয়ে ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতি করানোর দাবি নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহি চাওয়া হবে। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়েও সংসদে প্রশ্ন তোলা হবে। এ বিষয়ে বাকি দলগুলির সঙ্গে মিলে কৌশল তৈরি করতে চাইছে কংগ্রেস।
তৃণমূল শিবিরের খবর, এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ ২১ জুলাইয়ের মঞ্চ। তার পরে মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সংসদে তৃণমূল আক্রমণে যাবে। তাই এই মুহূর্তে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেওয়া অগ্রাধিকারের মধ্যে পড়ছে না বলেই জানাচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এক নেতার কথায়, ‘‘খুব শীঘ্রই তৃণমূলের সংসদীয় দলের বৈঠক বসবে চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে স্থির হবে ভবিষ্যতের কৌশল। তবে বাংলা ভাষায় কথা বললে মোদী-শাহের জমানায় যে তা অপরাধী হিসাবে গণ্য হচ্ছে, তা আমাদের আন্দোলনের প্রধান বিষয় হতে চলেছে অধিবেশনে।” কবে সেই বৈঠক, তা এখনও স্পষ্ট নয়। তবে ২১ জুলাইয়ের আগে যে তা হবে না, এমনটাই ইঙ্গিত তৃণমূল নেতার।
কংগ্রেস সূত্রের বক্তব্য, কংগ্রেস যে সব বিষয় বাছাই করেছে, তাতে বাকি দলের আপত্তি থাকার কথা নয়। কংগ্রেস কোনও কিছু বাকি দলের উপরে চাপাচ্ছে না। অন্য বিরোধী দলের বিষয়েও কংগ্রেস পাশে দাঁড়াতে তৈরি। দিল্লিতে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে প্রথম আরজেডি-র মনোজ ঝা সরব হয়েছিলেন। ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলের মতো কংগ্রেসও সরব হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)