দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ সম্ভাব্য করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ‘হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল’-এর তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, মানবদেহে কোভ্যাক্সিন পরীক্ষার জন্য প্রস্তুতকারী সংস্থা ‘ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল’-এর তরফে এমস কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে শীঘ্রই এথিকস কমিটিতে আলোচনা হবে।
ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এলা জুলাই মাসের গোড়ায় জানিয়েছিলেন, দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-র সহযোগিতায় ভারতে প্রথম করোনা টিকা তৈরি করেছেন তাঁরা। সফল প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালও হয়ে গিয়েছে।
এর পরে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-র তরফে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমোদন মেলে। শুরু হয় স্বেচ্ছাসেবক খোঁজার পালা। গত ২৪ জুলাই এমস-এ প্রথম কোভ্যাক্সিনের ‘হিউম্যান ক্নিনিক্যাল ট্রায়াল’ শুরু হয়েছিল। এই পরীক্ষার জন্য দিল্লির ‘ডক্টর ডাংস ল্যাব’-এর সহযোগিতা নিয়েছিল হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। অগস্টের শেষ পর্বে জানানো হয়, মানবদেহে কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হয়েছে।