ঘটনার পরে কাটেনি এক মাসও। এরই মধ্যে ভারতীয় উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের উপর বিভিন্ন ভাবে ‘চাপ’ তৈরির অভিযোগ সামনে এসেছে। বারবার উঠছে নানা উপায়ে হুমকি দেওয়ার অভিযোগও। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতদের প্রতিটি পরিবারের হাতে বিমান সংস্থার পক্ষ থেকে একটি করে প্রশ্নপত্র ধরানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, প্রশ্নগুলির যথাযথ উত্তর দিলে তবেই দেওয়া হবে ক্ষতিপূরণ। বিতর্কের শুরু সেখানেই।
প্রসঙ্গত, গত ১২ জুন আমদাবাদ থেকে আকাশে ডানা মেলেছিল এয়ার ইন্ডিয়ার গ্যাটইউকগামী বিমান। আকাশে ওড়ার কয়েক মুহূর্তে ভেঙে পড়েছিল সেটি। ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিমানের যাত্রী এবং ক্রু-সমেত মোট ২৪১ জন। প্রাণে বেঁচেছিলেন কেবল এক জন যাত্রী। এমন পরিস্থিতিতে দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রীদের পরিবারগুলির অভিযোগ, বিমান সংস্থার দেওয়া ক্ষতিপূরণ সংক্রান্ত প্রশ্নপত্রে মৃতের তথা তাঁর পরিবারের আর্থিক অবস্থার কথা জানাতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার ক্ষতিপূরণ পাবেন যিনি, তাঁর সঙ্গে মৃত যাত্রীর ‘সম্পর্ক’ ঠিক কী রকম— সে কথাও বিশদে জানতে চাওয়া হয়েছে। এ দিকে, বিমান সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ফর্ম পূরণের ক্ষেত্রে কোনও অসঙ্গতি থাকলে মিলবে না ক্ষতিপূরণ।
মৃতের পরিবারের সদস্যদের তরফে অভিযোগ, ক্ষতিপূরণের ‘জটিল’ ফর্মটি কী ভাবে পূরণ করতে হবে, সে ব্যাপারে কোনও পরামর্শই দেওয়া হয়নি এয়ার ইন্ডিয়ার তরফে। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে এই যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিমান সংস্থার দাবি, দুর্ঘটনার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় কয়েকটি প্রশ্নই রাখা হয়েছে ফর্মে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)