Advertisement
১৪ ডিসেম্বর ২০২৪
vistara-air india marge

রতন টাটার পথে হেঁটেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে গেল ভিস্তারা, মঙ্গলে শেষ হল আনুষ্ঠানিকতা পর্ব

২০২২ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার রাশ হাতে নেওয়ার পর থেকে নিজেদের সমস্ত বিমান সংস্থাকে ঢেলে সাজাতে শুরু করেছিল প্রয়াত রতন টাটার নেতৃত্বাধীন টাটা গোষ্ঠী।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৭
Share: Save:

শেষ উড়ান সাঙ্গ হয়েছিল সোমবার। মঙ্গলে আনুষ্ঠানিক ভাবে মিশে গেল টাটা গোষ্ঠীর দুই সংস্থা এয়ার ইন্ডিয়া (এআই) এবং ভিস্তারা । প্রয়াত রতন টাটার উদ্যোগ অনুসরণ করেই হল এই একত্রীকরণ।

২০২২ সালের জানুয়ারিতে এআই-এর রাশ হাতে নেওয়ার পর থেকে নিজেদের সমস্ত বিমান সংস্থাকে ঢেলে সাজাতে শুরু করেছিল টাটা গোষ্ঠী। এ জন্য সস্তার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে মেশানো হয়েছিল এয়ার এশিয়া ইন্ডিয়াকে। পরের ধাপে প্রয়াত রতনের পরিকল্পনা মেনে এআই-এর সঙ্গে সংযুক্ত হল ভিস্তারা। একত্রীকরণের পরেও সংস্থার নাম এয়ার ইন্ডিয়া (এআই) থাকছে। ভিস্তারার বিমানগুলির নম্বর হবে চার অঙ্কের। তা শুরু হবে ‘২’ দিয়ে।

এআই-এর তরফে মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সংস্থা আপাতত ৯০টিরও বেশি অভ্যন্তরীণ এবং বিদেশি বিমানবন্দরে ৫,৬০০-র বেশি সাপ্তাহিক উড়ান পরিচালনা করবে। এই কাজে ব্যবহৃত হবে মোট ২০৮টি বিমান। প্রসঙ্গত, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে জোট বেঁধে ২০১৪-এ টাটারা ভিস্তারা তৈরি করেছিল। ২০২২-এ কেন্দ্রের ডাকা নিলামে কেনে এআইকে। এর পরেই দুই সংস্থাকে মেশানোর প্রক্রিয়া শুরু হয়। এর আওতায় বিভিন্ন বিভাগের সংযুক্তি, সংস্থা দু’টির কর্মীদের বেতন ও কাজের ধরনে সমতা আনার মতো পদক্ষেপ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে পাইলটদের অভিন্ন অবসরের বয়স নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল।

অন্য বিষয়গুলি:

Vistara Air India Ratan Tata Tata Sons
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy