রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিদেশ, নেটমাধ্যম কাঁপিয়ে এখন আকাশেও ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গান।
এ বার সেই গানে নাচলেন স্পাইসজেটের এক বিমানসেবিকা। উমা মীনাক্ষি নামে ওই বিমানসেবিকা ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন। বৃহস্পতিবার নিজেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উমা।