Advertisement
২১ মে ২০২৪

উত্তরপ্রদেশে মহাজোটের জল্পনা উস্কে দিল অখিলেশ-প্রশান্ত বৈঠক

অখিলেশ যাদবের দফতর ও প্রশান্ত কিশোরের শিবির, দু’দিক থেকেই অবশ্য আজকের বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করা হয়েছে। বৈঠকের আগে মহাজোট নিয়ে প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, ‘‘মহাজোটের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, দলের সভাপতি মুলায়ম সিংহই নেবেন।’’

অখিলেশ এবং প্রশান্ত কিশোর

অখিলেশ এবং প্রশান্ত কিশোর

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০২:৫৪
Share: Save:

কতগুলো ভোটে লড়েছ?

মুলায়ম সিংহ যাদবের মুখে এমন প্রশ্ন শুনে নাকি বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। বলেছিলেন, ‘‘আজ্ঞে, একটিও না।’’ যা শুনে মুলায়মের সকৌতুক মন্তব্য, ‘‘তা হলে ভোটে জেতাবে কী করে!’’

এক সপ্তাহ আগে অমর সিংহর সাহায্যে দিল্লিতে মুলায়মের বাড়িতে গিয়েছিলেন কিশোর। রাহুল গাঁধী যাঁকে উত্তরপ্রদেশ ও পঞ্জাবে ভোটের প্রচার রণকৌশল তৈরির দায়িত্ব দিয়েছেন। তার পর আজ লখনউয়ে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন কিশোর। দু’দিন আগেই সমাজবাদী পার্টির রজত-জয়ন্তী সমারোহে জনতা পরিবারের পুরনো সদস্যরা এক মঞ্চে হাজির হয়েছিলেন। সকলেই তখন সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রুখতে একজোট হওয়ার প্রয়োজনের কথা বলেছিলেন। সে দিন লখনউয়েই ছিলেন কিশোর। অখিলেশের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলেও শোনা গিয়েছিল। আজ দু’জনের এক ঘণ্টার বৈঠকের পরে জল্পনা শুরু হয়েছে, বিহারের ধাঁচে উত্তরপ্রদেশেও কি বিজেপি-বিরোধী মহাজোট হতে চলেছে! নাকি সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধতে চাইছে কংগ্রেস?

অখিলেশ যাদবের দফতর ও প্রশান্ত কিশোরের শিবির, দু’দিক থেকেই অবশ্য আজকের বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করা হয়েছে। বৈঠকের আগে মহাজোট নিয়ে প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, ‘‘মহাজোটের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, দলের সভাপতি মুলায়ম সিংহই নেবেন।’’ দিল্লিতে মুলায়মের সঙ্গে বৈঠকের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর মন্তব্য করেছিলেন, কিশোর ব্যক্তিগত স্তরে মুলায়মের সঙ্গে বৈঠক করেছিলেন। সমাজবাদী পার্টি সূত্রের খবর, শনিবার রজত জয়ন্তী অনুষ্ঠানের পরে রবিবারও মুলায়মের সঙ্গে দু’দফায় বৈঠক করেন কিশোর। যা শুনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিত আবার বলেছিলেন, তিনি নিজেই বুঝতে পারছেন না, কেন কিশোর এই সব বৈঠক করছেন!

কংগ্রেসের অধিকাংশ নেতা মনে করছেন, রাহুল দায়িত্ব দেওয়া সত্ত্বেও কংগ্রেস শিবিরে তেমন গুরুত্ব না পেয়েই এখন অখিলেশ-মুলায়মের সঙ্গে বৈঠক শুরু করেছেন কিশোর। এর কারণ হিসেবে তিনটি সম্ভাবনার কথাও বলছেন তাঁরা। এক, কিশোর দেখাতে চাইছেন, কংগ্রেস শিবির থেকেই তাঁকে জোট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। দুই, অখিলেশের নির্বাচনী রণকৌশল তৈরিরও দায়িত্ব পেতে চান তিনি। তিন, প্রথমে লোকসভা ভোটে নরেন্দ্র মোদী, তারপরে বিহারে নীতীশ কুমারকে জেতানোর পরে এখন সাফল্যের হ্যাটট্রিক করতে চান প্রশান্ত। তাঁর ধারণা, একা কংগ্রেসকে দিয়ে তা হবে না। মহাজোটের সাফল্যই তাঁকে হ্যাটট্টিক এনে দিতে পারে।

কংগ্রেসের একাংশও বলছে, কিশোরের সঙ্গে তাঁদের বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা। পঞ্জাবে ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ কিশোরকে বলেছেন, ভোটের কৌশলের ক্ষেত্রে যা করার তিনিই করবেন। প্রশান্ত কিশোর যেন নাক না গলান। উত্তরপ্রদেশে প্রশান্ত চেয়েছিলেন, রাহুল বা প্রিয়ঙ্কাই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হোন। তা হয়নি। রাহুল ও প্রিয়ঙ্কাকে যে ভাবে একসঙ্গে প্রচারে নামাতে চেয়েছিলেন প্রশান্ত, তা-ও হয়নি। কংগ্রেসের স্থানীয় নেতারাও মুলায়মের মতো বলছেন, যিনি ভোটে লড়েননি, তিনি ভোটে জেতাবেন কী করে!

কংগ্রেস নেতাদের ব্যাখ্যা, জোটের সম্ভাবনা খতিয়ে দেখতে হলে কংগ্রেস নেতারাই সপা-নেতাদের সঙ্গে বৈঠক করবেন। মুলায়ম নিজেই সনিয়ার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। কংগ্রেসের নেতাদের যুক্তি, এ রাজ্যে কংগ্রেস সবার আগে প্রচারে নেমেছে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। বিধানসভার ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার ভাবনাচিন্তা চলছে। এখন জোট করতে যাওয়ার অর্থ, ৫০টার বেশি আসন জুটবে না কংগ্রেসের। অখিলেশ দল ভেঙে বেরিয়ে এলেই জোটের বিষয়ে ভাবনাচিন্তা হতে পারে। কংগ্রেস নেতাদের দাবি, রাহুলেরও সেটাই মত।

তা হলে কি কংগ্রেসের হাত ছেড়ে এ বার অখিলেশের নির্বাচনী রণকৌশল তৈরির দায়িত্ব নিতে চান কিশোর? অখিলেশ-শিবিরের মতে, তার সম্ভাবনা কম। কারণ, অখিলেশের প্রচারের কৌশল তৈরির কাজ প্রায় শেষ। কিশোরের এখন কিছু আর করার নেই।

এ দিকে, মহাজোট নিয়ে নানা জল্পনার মধ্যে সপা-র পারিবারিক কোন্দলও চলছে। প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলেছিলেন সপার প্রদেশ সভাপতি শিবপাল যাদব। আর আজ তিনি দাবি করেছেন, ‘‘মুখ্যমন্ত্রী নানা বেআইনি কাজে জড়িত। আমি আপত্তি জানিয়েছিলাম বলেই আমায় মন্ত্রক ছাড়তে হলো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE