কেন্দ্রীয় সংস্থায় স্নাতকদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বাছাই করা প্রার্থীরা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ প্রশিক্ষণ নিতে পারবেন।
ওই সংস্থার তরফে এই পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪, ২০২৫, ২০২৬-এর গেট উত্তীর্ণদের প্রশিক্ষণ দেওয়া হবে। এগ্জ়িকিউটিভ ট্রেনি হিসাবে সংস্থার মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন এবং সিভিল বিভাগে তাঁদের প্রশিক্ষণ চলবে। মোট এক বছর পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে।
আরও পড়ুন:
প্রথম স্তরে আবেদনকারীদের গেট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রশিক্ষণের জন্য বেছে নেবে ওই সংস্থা।
আগ্রহীরা এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন পাঠাতে পারবেন। গেট ২০২৬-এর ফল প্রকাশিত হওয়ার দশ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।