Advertisement
২০ এপ্রিল ২০২৪

অখিলেশের ব্যাগ বিলি করবেন যোগী

ভোটের আগেই পড়ুয়াদের মধ্যে বিলি করার জন্য কেনা হয়ে গিয়েছিল ৩৫ হাজার স্কুলব্যাগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ছবি ছাপা ছিল সেই ব্যাগে।

গোরক্ষনাথ মন্দিরে আদিত্যনাথ। ছবি: পিটিআই।

গোরক্ষনাথ মন্দিরে আদিত্যনাথ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০২:৪৪
Share: Save:

ভোটের আগেই পড়ুয়াদের মধ্যে বিলি করার জন্য কেনা হয়ে গিয়েছিল ৩৫ হাজার স্কুলব্যাগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ছবি ছাপা ছিল সেই ব্যাগে। যদিও সেগুলি বিলি হতে না হতেই ক্ষমতা থেকে সরে যায় সমাজবাদী বাদী। উত্তরপ্রদেশে সরকার গড়ে বিজেপি। অখিলেশের ছবি ছাপা সেই ব্যাগগুলি বাতিল না করে এ বার স্কুলে স্কুলে সেগুলিই বিতরণ করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগীর মন্ত্রীরা বলছেন, হাজার হাজার ব্যাগ কিনতে প্রচুর টাকা ব্যয় হয়েছে অখিলেশ সরকারের। জনতার করের টাকা বিজেপি ও সমাজবাদী পার্টির রাজনৈতিক দ্বন্দ্বের জন্য নষ্ট করতে চান না যোগী। বরং তিনি চান, নতুন ক্লাস শুরুর আগেই পড়ুয়াদের হাতে পৌঁছে যাক ব্যাগগুলি।

ভোটের মুখে রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে মুখম্যন্ত্রীর ছবি ছাপা লাখ দু’য়েক ব্যাগ বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। সেই মতো ৩৫ হাজার স্কুলব্যাগে ছাপিয়ে ফেলা হয় অখিলেশের ছবি। ভোটের আগে বিলিও করে ফেলা হয় কয়েক হাজার ব্যাগ। কিন্তু কিছুদিনের মধ্যেই রাজ্যে নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ায় মুখ্যমন্ত্রীর ছবি-সহ ব্যাগ বিতরণ বন্ধ করতে বাধ্য হয় সরকার। সূত্রের খবর, ভোটে জিতে ফের ক্ষমতায় এসে বাকি ব্যাগগুলি বিতরণের পরিকল্পনা ছিল অখিলেশের। কিন্তু মার্চে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে বিজেপি। সেই থেকেই এত দিন পড়ে ছিল ব্যাগগুলি। অর্থের অপচয় এড়াতে এ বার সেই ‘অখিলেশ যাদব ব্যাগ’ই বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন আদিত্যনাথ।

২০১২ সালে মায়াবতীকে হারিয়ে ক্ষমতায় আসার পরেও তাঁর মূর্তিগুলি সরিয়ে ফেলেননি অখিলেশ যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE