Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তিনসুকিয়ায় সক্রিয় আলফা, সকন্যা ব্যবসায়ীকে হত্যা

দাবি মতো তোলা না পেয়ে বাড়িতে হামলা করে ব্যবসায়ী ও তাঁর কন্যাকে গুলি করে হত্যা করল আলফা জঙ্গিরা। অসমের তিনসুকিয়া জেলার এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, আলফা-স্বাধীন জঙ্গিরা পেঙেরির ব্যবসায়ী নন্দলাল শাহের কাছে মোটা টাকা তোলা চেয়েছিল। তিনি টাকা দিতে রাজি হননি।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ১৫:২১
Share: Save:

দাবি মতো তোলা না পেয়ে বাড়িতে হামলা করে ব্যবসায়ী ও তাঁর কন্যাকে গুলি করে হত্যা করল আলফা জঙ্গিরা। অসমের তিনসুকিয়া জেলার এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, আলফা-স্বাধীন জঙ্গিরা পেঙেরির ব্যবসায়ী নন্দলাল শাহের কাছে মোটা টাকা তোলা চেয়েছিল। তিনি টাকা দিতে রাজি হননি।

সোমবার সকালে আলফা তাঁকে চরম শাস্তির হুমকিও দিয়েছিল। এরপর গত রাতেই তিন আলফা জঙ্গি নন্দলালবাবুর বাড়ি আসে। বাইরে থেকে তাঁকে ডাকলে তিনি ও তাঁর কন্যা কাজল শাহ বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গেই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দু’জনই লুটিয়ে পড়েন। গুলির শব্দে নন্দলালবাবুর স্ত্রী-পুত্রও বেরিয়ে আসেন। জঙ্গিরা তাঁদেরও লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্য দিকে, গুরুতর জখম অবস্থায় মা-ছেলে, দু’জনকেই ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নন্দলাল শাহের মৃত্যুর প্রতিবাদে আজ তিনসুকিয়ায় হিন্দীভাষীরা বিক্ষোভ দেখান। প্রতিবাদকারীদের সামনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন জেলাশাসক পুরু গুপ্ত। তিনি বলেন, ‘‘আলফা-স্বাধীনের হামলার সম্ভাবনা ও তোলাবাজি ঠেকাতে নিয়ম করে পুলিশ ও প্রশাসনের পর্যালোচনা বৈঠক হয়। পুলিশ ও সেনাবাহিনী নিয়মিত নজরদারি চালায়। তার মধ্যেও এই ঘটনা দুর্ভাগ্যজনক।’’ হত্যাকারীদের সন্ধানে তল্লাশিতে নেমেছে যৌথবাহিনী। পাশাপাশি, সদৌ অসম ভোজপুরি পরিষদের প্রতিনিধিরা আজ দিল্লিতে উত্তর-পূর্বের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব শম্ভু সিংহের সঙ্গে দেখা করে তাঁদের প্রতিবাদ জানান। তাঁদের দাবি, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তাতেই এই ধরনের ঘটনা বাড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alfa tinsukia murder Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE