Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kalyan Singh

Aligarh Airport: আলিগড় বিমানবন্দরের নাম রাখা হতে পারে কল্যাণ সিংহের নামে, সিদ্ধান্ত বৈঠকে

মন্ত্রিসভার বৈঠকে সবুজ সঙ্কেত পেলেই আলিগড় বিমানবন্দরের এই নতুন নামকরণ হবে।

যোগী আদিত্যনাথ। -ফাইল চিত্র।

যোগী আদিত্যনাথ। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ১৬:১৮
Share: Save:

উত্তরপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের নামে নামকরণ হতে পারে নবনির্মিত আলিগড় বিমানবন্দরের। মন্ত্রিসভার বৈঠকে সবুজ সঙ্কেত পেলেই আলিগড় বিমানবন্দরের এই নতুন নামকরণ হবে। সোমবার এ কথা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আলিগড়ে জন্মেছিলেন কল্যাণ। সে কারণেই তাঁর চিতাভস্ম রবিবার আলিগড়ের মহারানি অহল্যাবাঈ হোলকার স্টেডিয়ামে আনা হয়েছিল। ওই স্টেডিয়ামে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন যোগী। সাংবাদিকেরা তাঁকে আলিগড় বিমানবন্দরের নামকরণ নিয়ে জানতে চাইলে যোগী বলেন, “এ বিষয়ে খুব তাড়াতাড়ি মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

২১ অগস্ট শনিবার ৮৯ বছর বয়সে হাসপাতালে মারা যান কল্যাণ। দিল্লির সঞ্জয় গাঁধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে জুলাই মাসের ৪ তারিখ থেকে ভর্তি ছিলেন তিনি। সেখানে আইসিসিইউ-তে চিকিৎসা চলছিল তাঁর।

১৯৯২ সালের ২৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ। মসজিদ ভাঙার পরেই তিনি পদত্যাগ করেন। তারপর দ্বিতীয় বারের জন্য ১৯৯৭ সালে তিনি মুখ্যমন্ত্রী হন। বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে আদালতের সামনে দাঁড়াতে হয়। কিন্তু ২০২০ সালে সিবিআই-এর বিশেষ আদালত কল্যাণকে নির্দোষ বলে ঘোষণা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalyan Singh Shri Yogi Adityanath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE