জম্মু-কাশ্মীরে অশান্তির জেরে স্থগিতই রইল অমরনাথ যাত্রা। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে যাত্রা শুরু করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। আটকে পড়া তীর্থযাত্রীদের মধ্যে রয়েছেন তমলুকের বাসিন্দা ২৪ জন। অমরনাথ ধাম দর্শন করে ওই দলটি ৮ জুলাই দুপুরে শ্রীনগরে ফিরে আসে। কিন্তু ওই দিনই জঙ্গি নেতা বুরহানের মৃত্যুর জেরে কাশ্মীর জুড়ে অচলাবস্থা তৈরি হয়। কার্ফুর জেরে ডাল লেকের কাছে একটি হোটেলে আটকে পড়েন তাঁরা। তিন দিন হোটেলে আটকে থাকা অঞ্জন প্রামাণিক, পার্থপ্রতিম দাসেরা রবিবার সন্ধ্যায় ফোনে জানান, এ দিনই শ্রীনগর থেকে কাটরা হয়ে বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার কথা ছিল। ১২ জুলাই জম্মু থেকে ট্রেনে উঠে বাড়ি ফেরার কথা। কাশ্মীর থেকে উড়ান ধরতে না পারলে যাত্রীদের আলাদা কোনও অর্থদণ্ড দিতে হবে না বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।