Advertisement
০৮ মে ২০২৪
Amarnath Yatra

কোভিড পরিস্থিতির জন্য এ বারেও বাতিল অমরনাথ যাত্রা, এই নিয়ে পর পর দু’বার, জানাল বোর্ড

সাধারণত ৫৬ দিনের যাত্রাপথ থাকে অমরনাথ যাওয়ার ক্ষেত্রে। উঠতে ৩ হাজার ৮৮০ মিটার উপরে।

ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৮:৪২
Share: Save:

পরপর দু’বছর করোনা অতিমারির জন্য বাতিল করে দেওয়া হল অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করার কাজ আগেই সাময়িক ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। সোমবার যাত্রাও বাতিল করে দেওয়া হল। প্রাথমিক ভাবে অমরনাথজি বোর্ডের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখার কথা বলা হলেও শেষে সংক্রমণের ভয়েই এ বারেও যাত্রা বন্ধ রাখার কথা ঘোষণা করল তারা।

এই বছর জুন মাসের ২৮ তারিখ যাত্রা শুরু এবং অগস্ট মাসের ২২ তারিখে অমরনাথ যাত্রা শেষ হওয়ার কথা ছিল। সাধারণত ৫৬ দিন ধরে এই যাত্রা চলে। উঠতে হয় ৩ হাজার ৮৮০ মিটার উপরে। সেখানে গুহায় বরফ আচ্ছাদিত শিবলিঙ্গের দর্শন পেতে প্রতিবছরই অনেকে আবেদন করেন। কিন্তু গতবছর করোনার প্রথম ঢেউ ও এই বছর দ্বিতীয় ঢেউয়ের কারণে এই যাত্রা বন্ধ রাখতে হচ্ছে প্রশাসনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amarnath Yatra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE