Advertisement
E-Paper

অমর্ত্যের মুখে ‘বিপ’ প্রসঙ্গ

সোমবার রাষ্ট্রপতি ভবনে ‘ফিউচার অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ’ নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অমর্ত্য সেন বললেন, ‘‘একটি তথ্যচিত্র তৈরি হয়েছে আমাকে নিয়ে। যেখানে বিষয়বস্তু আমি। অথচ সম্পূর্ণ অন্য কারণে সেই ছবি আটকে দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১৪:০০
‘বিপ’ প্রসঙ্গে অমর্ত্য সেন। —নিজস্ব চিত্র।

‘বিপ’ প্রসঙ্গে অমর্ত্য সেন। —নিজস্ব চিত্র।

এত দিন তিনি নিজে কিছু বলেননি। আজ ছুঁয়ে গেলেন প্রসঙ্গটা।

সোমবার রাষ্ট্রপতি ভবনে ‘ফিউচার অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ’ নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অমর্ত্য সেন বললেন, ‘‘একটি তথ্যচিত্র তৈরি হয়েছে আমাকে নিয়ে। যেখানে বিষয়বস্তু আমি। অথচ সম্পূর্ণ অন্য কারণে সেই ছবি আটকে দেওয়া হয়েছে। তবে এই নিয়ে আর কিছু বলতে চাই না।’’ এ দিনের বক্তৃতায় প্রাচীন যুগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আলোচনা, তর্কবিতর্কের ঐতিহ্যের কথা উল্লেখ করে অমর্ত্যর আক্ষেপ, আজকের ভারতে সেই মুক্ত পরিবেশ হারিয়ে গিয়েছে। ঔপনিবেশিক নিয়ন্ত্রণের ধারা চেপে বসছে শিক্ষাব্যবস্থায়। ‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির’-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘‘স্বাধীন ও মুক্ত চিন্তা গোটা দেশের জন্য শুভ। আমি এই স্বাধীনতার পক্ষেই সওয়াল করছি।’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি পদ থেকে বিদায়লগ্নে তিনিও বললেন, ‘‘আমি চাই দেশের সর্বত্র প্রশ্ন করার পরিবেশ তৈরি হোক। তর্কপ্রিয় মন তৈরি হোক। অসহিষ্ণু বদ্ধ মানসিকতার থেকে যা অনেক শ্রেয়।’’

অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে স্মারক হিসাবে ময়ূর তুলে দেওয়া হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে। কিছুটা রসিকতার স্বরে অমর্ত্য বলেন, ‘‘আপনারা ভাগ্যিস আমাকে ময়ূর দিয়েছেন, গরু দেননি!’’

Amartya Sen অমর্ত্য সেন Documentary Suman Ghosh Censor Board
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy