এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানানো হয়েছে, এখন থেকে এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে এককালীন এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) নেওয়া হবে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৯টা থেকেই চালু হয়ে গিয়েছে নয়া এই নিয়ম। ফলে যে সব বিদেশি কর্মসূত্রে আমেরিকায় থাকেন, কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন— মাথায় হাত পড়েছে তাঁদের। শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তে আমেরিকায় ফেরার হিড়িক। আর সেই সুযোগে উল্লেখযোগ্য হারে উড়ানের ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমান সংস্থাগুলিও।
পরিসংখ্যান বলছে, ট্রাম্পের আকস্মিক এই পদক্ষেপের জেরে গত ২৪ ঘণ্টায় ভারত থেকে আমেরিকাগামী উড়ানের বুকিং উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। আমেরিকায় কর্মরত বেশির ভাগ ভারতীয়ই নতুন নিয়ম পাকাপাকি ভাবে কার্যকর হওয়ার আগে আমেরিকায় ফিরতে চাইছিলেন। সে কারণে শনিবার বিকেল থেকে অত্যধিক চড়া দামে বিকোচ্ছিল আমেরিকাগামী উড়ানের টিকিট। অনেক যাত্রীর অভিযোগ, শেষ মুহূর্তে উচ্চ চাহিদার কারণে অত্যধিক ভাড়া হাঁকছে বিমান সংস্থাগুলি। তা ছাড়া, ট্রাম্প প্রশাসনের আকস্মিক ঘোষণার পর মাইক্রোসফ্ট, মেটা এবং অ্যামাজ়নের মতো বহু সংস্থা তাদের বিদেশি কর্মীদের একদিনের মধ্যে আমেরিকায় ফেরার নির্দেশ দিয়েছে। জানানো হয়েছে, ইতিমধ্যে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের অনির্দিষ্ট কালের জন্য থাকতে হতে পারে সেখানেই। আকস্মিক এই নির্দেশে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মার্কিন মুলুকে কর্মরত বহু বিদেশি কর্মী।
আরও পড়ুন:
ভ্রমণ বুকিং সংস্থা মেকমাইট্রিপ-এর এক মুখপাত্রের কথায়, রবিবার ভোর থেকে শেষ মুহূর্তে আমেরিকাগামী উড়ানে বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে টিকিটের দামও। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়া-ই একমাত্র ভারতীয় বিমান সংস্থা, যা দুই দেশের মধ্যে সরাসরি উড়ান পরিচালনা করে। এ ছাড়া, দুবাই, আবু ধাবি, দোহা, সিঙ্গাপুর কিংবা হংকং হয়ে একাধিক উড়ান আমেরিকা যায়। সে সব বিমানের ভাড়াও বেড়ে গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অনেকেই পুজো কিংবা দীপাবলি উপলক্ষে দেশে ফেরার জন্য আগাম ছুটি চেয়ে রেখেছিলেন। শনিবার থেকে সে সব ছুটিও বাতিল করে দিচ্ছেন অনেকে।