Advertisement
০৫ ডিসেম্বর ২০২৪
National News

৩৭০ রদের পর উপত্যকার জন্য ‘উপহার’ মোদী সরকারের, সূচনা হল দিল্লি-কাটরা এক্সপ্রেসের

এ দিন আনুষ্ঠানিক উদ্বোধনের পর অমিত শাহ বলেন, ‘‘দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস জম্মু-কাশ্মীরের উন্নয়ন এবং ধর্মীয় পর্যটনের প্রসারের ক্ষেত্রে বিরাট উপহার।’’

দিল্লিতে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গয়াল-সহ অন্যরা। ছবি: পিটিআই

দিল্লিতে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গয়াল-সহ অন্যরা। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ১৩:৩০
Share: Save:

৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর উপত্যকার জন্য প্রথম বড় উপহার মোদী সরকারের। সূচনা হল দিল্লি-কাটরা সেমি হাই স্পিড ‘বন্দে ভারত এক্সপ্রেস’ ট্রেনের। দিল্লি থেকে উদ্বোধনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘‘জম্মু-কাশ্মীরের উন্নয়নে এটা বিরাট উপহার।’’ রেলমন্ত্রী পীযূষ গয়ালের আশ্বাস, ২০২২ সালের ১৫ অগস্টের মধ্যেই রেলপথে যুক্ত হবে কাশ্মীর থেকে কন্যাকুমারী। আনুষ্ঠানিক সূচনা হলেও বাণিজ্যিক ভাবে প্রথম ট্রেন চলবে ৫ অক্টোবর থেকে। আইআরসিটিসি-তে শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং।

গত ৫ অগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা বলে আসছিলেন, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর সরকারের প্রধান লক্ষ্য হবে উপত্যকার উন্নয়ন। জম্মু-কাশ্মীর-লাদাখের উন্নয়নে সবচেয়ে বড় অন্তরায় যে ছিল ৩৭০ অনুচ্ছেদ— এই কথাও শোনা গিয়েছে বিজেপি নেতা-মন্ত্রীদের মুখে। সেই বাধা কাটার পর এ বার উপত্যকায় ব্যাপক উন্নয়ন হবে বলেও আশ্বাস দিয়ে আসছিলেন।

আগে থেকে নির্ধারিত থাকলেও বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা কাশ্মীরের উন্নয়নের প্রথম ধাপ বলেই দাবি বিজেপির। এ দিন আনুষ্ঠানিক উদ্বোধনের পর অমিত শাহ বলেন, ‘‘দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস জম্মু-কাশ্মীরের উন্নয়ন এবং ধর্মীয় পর্যটনের প্রসারের ক্ষেত্রে বিরাট উপহার।’’ একই সঙ্গে তিনি বলেন, জম্মু-কাশ্মীরের উন্নয়নে সবচেয়ে বড় বাধা ছিল ৩৭০ অনুচ্ছেদ। আগামী ১০ বছরের মধ্যে দেশের সবচেয়ে উন্নত এলাকাগুলির মধ্যে অন্যতম হবে এই উপত্যকা।

বৈষ্ণোদেবী তীর্থক্ষেত্রে যাওয়ার পথে শেষ তথা প্রান্তিক রেল স্টেশন কাটরা। এই দিল্লি-কাটরা এক্সপ্রেসের সূচনা হওয়ার পর যাত্রার সময় কমে গেল প্রায় চার ঘণ্টা। আগে ১২ ঘণ্টা লাগত যাত্রায়। রেল সূত্রে খবর, দিল্লি থেকে মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৬টায় ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। কাটরায় পৌঁছবে দুপুর ২টোয়। যাত্রাপথে অম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা এবং জম্মু তাওয়াই স্টেশনে দু’মিনিট করে দাঁড়াবে। উল্টো পথে কাটরা থেকে এই ট্রেন ছাড়বে দুপুর ৩টেয়। দিল্লি পৌঁছবে রাত ১১টায়।

বন্দে-ভারত এক্সপ্রেসের ভিতরে ঘুরে দেখছেন অমিত শাহ। ছবি: পিটিআই

আরও পড়ুন: রাজীব কুমারকে প্রকাশ্যে দেখা গেল ২৫ দিন পর, আগাম জামিন নিশ্চিত করলেন আলিপুর আদালতে

আরও পড়ুন: দিল্লিতে ঢুকে পড়েছে ৪ সশস্ত্র জইশ জঙ্গি, গোয়েন্দাদের সতর্কবার্তা পেয়েই নিরাপত্তার চাদরে রাজধানী

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের অন্য নাম ‘ট্রেন-১৮’। তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। ১৬ বগির পুরোপুরি বাতানুকূল এই ট্রেনে ইঞ্জিনবিহীন স্বয়ংচালিত প্রযুক্তি যাতে খুব অল্প সময়েই গতি বাড়ানো বা কমানো যাবে। সেই কারণেই যাত্রাপথের সময় কমিয়ে আনা সম্ভব হবে অন্তত ৪০ শতাংশ। পাশাপাশি জম্মু-কাশ্মীরের উপর দিয়ে চলবে বলে জানালা দরজায় পাথর ছুড়লেও কোনও ক্ষতি হবে না। সেই প্রযুক্তি যুক্ত হয়েছে এই ট্রেন-১৮ এ। ভাড়া সর্বোচ্চ ৩০১৫ টাকা এবং সর্বনিম্ন ১৬৩০ টাকা।

অন্য বিষয়গুলি:

Delhi Katra Vande Bharat Express Amit Shah Piyush Gayal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy