E-Paper

‘ইংরেজি বলা লজ্জার’, কটাক্ষের মুখে শাহ

জাতীয় শিক্ষানীতির মাধ্যমে দক্ষিণের রাজ্যগুলির উপরে হিন্দি চাপানোর চেষ্টার অভিযোগ অনেক দিন আগেই উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১০:২৮
অমিত শাহ।

অমিত শাহ।

ইংরেজি ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আজ নতুন করে তরজার সৃষ্টি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ একটি বই প্রকাশের অনুষ্ঠানে শাহ বলেন, ‘‘দেশে আগামী দিনে এমন একটি সমাজ গড়ে উঠবে, যেখানে কেউ ইংরেজিতে কথা বলতে লজ্জা পাবেন।’’ স্বভাবতই আজকের যুগে দাড়িয়ে বিশ্বজনীন ভাষা হিসাবে স্বীকৃত ইংরেজিকে কটাক্ষ করায় তীব্র সমালোচনার শিকার হয়েছেন শাহ। প্রাক্তন আমলা জহর সরকারের কটাক্ষ, ‘‘আপনি এবং আপনার বস (নরেন্দ্র মোদী) ইংরেজি বলতে পারেন না বলেই কি ওই কথা বলেছেন? কারণ, অধিকাংশ শিক্ষিত ব্যক্তিই ইংরেজি, হিন্দি ও নিজের মাতৃভাষা বলতে পারেন।’’ জাতীয় শিক্ষানীতির মাধ্যমে দক্ষিণের রাজ্যগুলির উপরে হিন্দি চাপানোর চেষ্টার অভিযোগ অনেক দিন আগেই উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। আজ নিজের বক্তব্যে অবশ্য ইংরেজিকে নিশানা করেছেন শাহ। মাতৃভাষার প্রচলন ও সেগুলির প্রসারের উপরে জোর দিয়ে শাহ বলেন, ‘‘আমাদের দেশ ও সংস্কৃতিকে বিদেশি নয়, দেশীয় ভাষার মাধ্যমে বুঝতে হবে। আমি জানি লড়াইটা কত কঠিন। কিন্তু আমরা জিতব। নিজেদের ভাষাতেই দেশ চালাব। অচিরেই এমন সমাজ গঠন হবে, যেখানে যাঁরা ইংরেজিতে কথা বলবেন, তাঁরা লজ্জিত হবেন।’’ এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘ভারতে ২২টি সংবিধান-স্বীকৃত ভাষা রয়েছে। দেশে ১৯,৫০০-র বেশি ভাষা ও উপভাষা মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। এটাই হল আমাদের দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য। দুঃখের বিষয়, ঠগ অমিত শাহের পক্ষে এই অসাধারণ বৈচিত্র ও ঐক্যকে বোঝা সম্ভব নয়।’’ উদ্যোগপতি তেহসিন পুনাওয়ালার প্রশ্ন, ‘‘অমিত শাহের ছেলে জয় শাহ, যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর চেয়ারম্যান, তিনি বৈঠকে কী ভাষায় কথা বলেন? সমস্ত বিজেপি নেতার সন্তানেরা ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ে। ইংরেজি শিক্ষা যখন আমাদের বিশ্বে এগিয়ে যেতে সাহায্য করছে, তখন আজকের দিনে ওই বিতর্ক অর্থহীন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Amit Shah

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy