লাল কেল্লা বিস্ফোরণের চক্রীদের প্রয়োজনে পাতাল থেকে ধরে আনা হবে বলে আজ হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
হরিয়ানার ফরিদাবাদে আজ নর্দান জ়োনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিল উত্তর ভারতের একাধিক রাজ্য। তাৎপর্যপূর্ণ হল, গত সপ্তাহে লাল কেল্লা বিস্ফোরণের পিছনে থাকা মূল মাথারা গত কয়েক বছর ধরে ওই ফরিদাবাদেই ঘাঁটি গেড়ে ছিল। আজ জঙ্গিদের পাল্টা বার্তা দিতে ফরিদাবাদের কাউন্সিলের বৈঠককেই বেছে নেন শাহ। বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অন্যতম লক্ষ্যই হল, সন্ত্রাসকে একেবারে শিকড় থেকে উৎখাত করা। এবং আমরা তা করে ছাড়ব।’’
পহেলগাম হামলার ছ’মাসের মধ্যেই রাজধানীতে এত বড় বিস্ফোরণের ঘটনায় মুখ পুড়েছে সরকারের। বিশেষ করে ওই বিস্ফোরণের সঙ্গে কাশ্মীরের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ায় সরকারের কাশ্মীর-নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই আবহে আজ ওই বৈঠকে শাহ বলেন, ‘‘আমাদের সরকারের যা অতীত নজির রয়েছে, তার ভিত্তিতে বলতে পারি, দোষীদের প্রয়োজনে পাতাল থেকে ধরে এনে বিচার ব্যবস্থার সামনে পেশ করা হবে। দোষীদের চরমতম শাস্তি দেওয়া হবে।’’ আজকের বৈঠকে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, রাজধানীর দূষণের সমস্যা তুলে ধরে, তা নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী রাজ্যগুলির সাহায্য চান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)