অপারেশন সিঁদুর-এ পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি শিবিরগুলি ধ্বংস করায় ইসলামাবাদ ভয় পেয়ে গিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে নরেন্দ্র মোদী যে ভাবে জঙ্গিদের জবাব দিচ্ছেন, তাতে গোটা দুনিয়া বিস্মিত, পাকিস্তানও ভয় পেয়ে গিয়েছে।’’
গুজরাতের গান্ধীনগরে একটি অনুষ্ঠানে শাহ আজ বলেন, ‘‘এ বার অপারেশন সিঁদুর-এ জইশ-ই মহম্মদ, লস্কর-ই-তইবার মতো পাক জঙ্গি গোষ্ঠীগুলির সদর দফতর গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের ন’টি এমন ঘাঁটি ধ্বংস করেছি যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ চলত।’’ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে জইশ-ই মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের নয়টি লঞ্চপ্যাড ভারত সফল ভাবে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। শাহ বলেন, ‘‘একশোরও বেশি জঙ্গি মারা গিয়েছে। পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে থাকা জঙ্গি শিবিরকেও ধ্বংস করেছে ভারতের সেনা।’’ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘‘পাকিস্তান যখন ভারতের পশ্চিম সীমান্তে আক্রমণের সাহস দেখিয়েছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকরী ভূমিকা নেয় যে আমাদের জমিতে একটিও পাক ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রবেশ করতে পারেনি।’’ ভারত পাকিস্তানের বায়ুসেনার আঘাত করার ক্ষমতাকেও খর্ব করে দিয়েছে বলে জানান তিনি। শাহের কথায়, ‘‘একশো জনেরও বেশি কুখ্যাত জঙ্গিকে ভারত মেরে ফেলার পর পাকিস্তান এখন ভাবছে। আমরা তাদের ১৫টি বায়ুসেনা ঘাঁটিতে আক্রমণ করেছি। তবে পাকিস্তানের নাগরিকদের উপর কোনও হামলা হয়নি। আমরা পাকিস্তানের বায়ুসেনার ক্ষমতাকে খর্ব করে দিয়েছি।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)