কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার নর্দার্ন জ়োনাল কাউন্সিলরের বৈঠকে বসতে চলেছেন। বৈঠক হবে হরিয়ানার ফরিদাবাদে। দিল্লি বিস্ফোরণের পর বার বার শিরোনামে উঠে এসেছে এই ফরিদাবাদ। সেখান থেকে দিল্লি বিস্ফোরণের ঠিক আগেই উদ্ধার হয় বিস্ফোরক। ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও না কোনও ভাবে যোগ রয়েছে ধৃত তিন জনের। ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত হয় গাড়িও। গোয়েন্দাদের সন্দেহ ছিল, সেটি দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত চিকিৎসক উমর-উন-নবির। সোমবার সেই ফরিদাবাদেই বৈঠকে বসছেন শাহ।
উত্তর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সোমবারের এই বৈঠক করবেন শাহ। বৈঠকে উপস্থিত থাকবেন হরিয়ানা, হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং চণ্ডীগড়-এর প্রতিনিধিরা। ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া যৌন অপরাধের দ্রুত তদন্ত নিয়ে আলোচনা হবে। দ্রুত মামলা মেটানোর জন্য ফাস্ট ট্র্যাক আদালত তৈরি, ব্যাঙ্কিং পরিষেবা নিয়েও আলোচনা হবে। সরকারি ভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনও প্রভেদ থাকলে তা নিরসন করার মঞ্চ হল এই বৈঠক।
১৯৫৬ সালের স্টেট রিঅর্গানাইজেশন আইনের ১৫ থেকে ২২ ধারায় মোট পাঁচটি জ়োনাল কাউন্সিল তৈরি করা হয়। তার মধ্যে একটি হল নর্দার্ন জ়োনাল কাউন্সিল। এই কাউন্সিলের চেয়ারপার্সন হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী কাউন্সিলের ভাইস-চেয়ারপার্সন। প্রতি বছর এই পদাধিকারী বদলে যান। এক একটি সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাইস-চেয়ারপার্সন পদে বসেন। প্রত্যেক সদস্য রাজ্য থেকে দু’জন মন্ত্রীকে কাউন্সিলের সদস্য হিসাবে মনোনীত করেন সেই রাজ্যের রাজ্যপাল। প্রত্যেক জ়োনাল কাউন্সিলের একটি করে মুখ্যসচিব স্তরের স্থায়ী কমিটিও থাকে। এই স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয় প্রস্তাব করে রাজ্যগুলি। স্থায়ী কমিটি যে সব বিষয়ে ছাড়পত্র দেয়, সেগুলি উত্থাপিত হয় জ়োনাল কাউন্সিলের বৈঠকে।
আরও পড়ুন:
এ বার নর্দার্ন জ়োনাল কমিটির বৈঠক হতে চলেছে ফরিদাবাদে। ৮-১০ নভেম্বরের মধ্যে ফরিদাবাদে জম্মু-কাশ্মীর পুলিশ তল্লাশি অভিযান চালায়। তখন দু’টি আলাদা বাড়ি থেকে ৩৫৮ কেজি এবং ২,৫৬৩ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত তিন চিকিৎসকের সঙ্গেও কোনও না কোনও ভাবে ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের যোগ রয়েছে।