পহেলগামে জঙ্গি হামলার পরে পাঁচ সপ্তাহ কেটে যাওয়ার পরও অধরা হামলাকারী জঙ্গিরা। এ দিকে সামনেই অমরমাথ যাত্রা। এই আবহে আজ দু’দিনের সফরে জম্মু ও পুঞ্চ গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাৎপর্যপূর্ণ ভাবে আজই পুঞ্চে পাকিস্তানের গোলায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্যাকেজ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন রাহুল গান্ধী।
গত মাসে পহেলগামে পর্যটকদের উপরে হামলাকারী জঙ্গিরা কোথায় সে বিষয়ে স্পষ্ট উত্তর নেই তদন্তকারী গোয়েন্দাদের কাছে। যা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। প্রথমে হামলা এবং তার পরে হামলাকারীদের সম্পর্কে তথ্য না থাকা কার্যত প্রশ্ন তুলে দিয়েছে শাহ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়েই। এক মাস পরেই শুরু হবে অমরনাথ যাত্রা। কেন্দ্র চাইছে, ওই যাত্রা শুরু হওয়ার আগে জঙ্গিদের গ্রেফতার বা হত্যা করে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে।
এই আবহে আজ, ‘অপারেশন সিঁদুর’-এর পরে প্রথম বার জম্মু গেলেন অমিত শাহ। প্রথমে উপরাজ্যপাল মনোজ সিন্হার সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের মতে, মনোজের সঙ্গে বৈঠকের পরে গোয়েন্দা কর্তা, সেনা ও আধা সেনার কর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি বুঝে নেন শাহ। আগামিকাল তাঁর পুঞ্চে যাওয়ার কথা। পাকিস্তানের গোলাবর্ষণে যে এলাকাগুলি সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলির মধ্যে পুঞ্চ অন্যতম। গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গেও কথা বলবেন শাহ।
ইতিমধ্যেই পুঞ্চ ঘুরে এসেছেন রাহুল। আজ তিনি তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে লেখেন, ‘পাকিস্তানের গোলায় পুঞ্চ এলাকায় ৪ জন শিশু-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। গোলার আঘাতে অসংখ্য ঘর, দোকান, বিদ্যালয় ও ধর্মীয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই উদার মনোভাব দেখিয়ে পুঞ্চ ও অন্যান্য এলাকাগুলিতে পুনর্বাসন প্যাকেজ দেওয়া হোক। যাতে ওই ব্যক্তিরা নতুন করে জীবন শুরু করতে পারেন।’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)