অসমে বিদেশিদের চিহ্নিত করতে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র কাজ হচ্ছে অসম চুক্তি অনুসারে। এ বার গোটা দেশের প্রতি ইঞ্চি জমি অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্ত করার শপথ ঘোষণা করলেন অমিত শাহ। বিজেপির সভাপতি হিসেবে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি আজ রাজ্যসভায় এই ঘোষণা করেন।
সুপ্রিম কোর্টের তদারকিতে অসমে এনআরসি চূড়ান্ত করার কাজ চলছে। শীর্ষ আদালতের নির্দেশ, ৩১ জুলাইয়ের মধ্যে তা শেষ করতে হবে। কিন্তু কাজ যে ঠিকঠাক ভাবে এগোচ্ছে না, প্রকৃত নাগরিকেরা বাদ পড়ছেন, কার্যত তা স্বীকার করে নিয়েই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আজ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে। এর পাশাপাশি, কেন্দ্রীয় ও অসম সরকার উভয়েই শীর্ষ আদালতে আর্জি রেখেছে, বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে ২০ শতাংশ ও বাকি জেলাগুলিতে ১০ শতাংশ এনআরসি তথ্য যাচাই করতে দেওয়া হোক।
ঘটনাচক্রে এ দিনই গোটা দেশে বিদেশি সন্ধান ও বিতাড়নের ঘোষণা করলেন অমিত শাহ। বিজেপি সভাপতি হিসেবে যে কথা তিনি বারবারই বলেছেন এর আগে। বিজেপির ইস্তাহারেও ধাপে ধাপে গোটা দেশে এনআরসি রূপায়ণের কথা বলা রয়েছে।